সিরিয়াল (Bengali Serial) মানেই দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বিষয়। অবসরসময়ে পছন্দের সিরিয়াল দেখতে ভালোবাসেন কম বেশি সকলেই। দিনে দিনে দর্শকমহলে বাড়তে থাকা চাহিদার কথা মাথায় রেখে প্রায় প্রতি মাসেই আসছে একের পর এক নতুন সিরিয়াল। সেই সাথে শেষ হয়ে যাচ্ছে একের পর এক সিরিয়াল।
কথায় আছে নতুনকে জায়গা দিতে পূরণে কে জায়গা ছাড়তে হয়। এই ধারাবাহিক গুলির ক্ষেত্রে তার ব্যতিক্রম নয়। নতুন সিরিয়াল আসতেই জায়গা ছাড়তে হয় অনান্য সিরিয়ালগুলিকে। প্রসঙ্গত ‘যমুনা ঢাকি’ (Jamuna Dhaki) শেষ হওয়ার পর ফের একবার টেলিভিশনের পর্দায় কামব্যাক করছেন যমুনা থাকি অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya)। তার বিপরীতে জুটি বাঁধছেন জনপ্রিয় টেলি অভিনেতা হানি বাফনা (Honey Bafna)।
যার কোপ পড়তে চলেছে জি বাংলার অন্য সিরিয়ালগুলির ওপর। এরইমধ্যে জল্পনা তৈরি হয়েছে এই নতুন সিরিয়াল আসায় এবার শেষ হতে চলেছে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘আমাদের এই পথ যদি না শেষ হয়’ (Amader Ei Path Jodi Na Sesh Hoi)। জানা যাচ্ছে আগামী বছরের শুরুতেই অর্থাৎ জানুয়ারিতেই শেষ হতে চলেছে জি বাংলার নতুন উর্মি সত্যকির (Urmi Satyaki) লাভ স্টোরি।
সেই ধারাবাহিকের নিয়মিত দর্শক তারা জানেন এই মুহূর্তে সিরিয়ালে চলছে মিস্টার ভাটিয়ার ট্র্যাক। এতদিন তিনি নাকি জানতেন না উর্মি বিবাহিত তাই তিনি উর্মিকে প্রেমের বিয়ের প্রস্তাব দিয়েছেন। অন্যদিকে সাত্যকি মনে মনে নিজেকে দোষারোপ করে অন্যকে মুক্তি দিতে চাইছে। এইসব দেখে রীতিমতো বিরক্ত দর্শক। তারা চাইছেন যত দ্রুত উর্মি সত্যকির মিল দেখিয়ে এই ভাটিয়ার ট্র্যাক শেষ করে দেওয়া হোক।
তবে এতো তাড়াতাড়ি যে এই এই সিরিয়াল শেষ হয়ে যেতে পারে সেকথা কল্কপ্পনাও করতে পারছেন না সিরিয়ালের ভক্তরা। তাই ক্ষোভ উগরে দিয়ে অনেকেই বলছেন ‘মিঠিয়ের পিছোচ্ছে লাগা শেষ এবার উর্মিকে পেয়েছে’। যদিও পুরোটাই জল্পনা। এখনও পর্যন্ত এই ব্যাপারে নিশ্চিত কোনো খবর মেলেনি। তবে ও শোনা যাচ্ছে যেহেতু লালকুঠির রহস্য মোটামুটি সমাধানের পথে আর দর্শক ইতিমধ্যেই জেনে গিয়েছেন অনামিকাই জিনি তাই সম্বৎ এবার এই সিরিয়ালটাই শেষ করে দেওয়া হোক।