• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অসময়েই শেষ হচ্ছে উর্মি সত্যকির পথ চল! জল্পনা নাকি সত্যি জানুন বিস্তারিত

Published on:

Ei Poth Jodi Na Sesh Hoi,এই পথ যদি না শেষ হয়,Urmi,উর্মি,Satyaki,সাত্যকি,Air Off,বন্ধ,Rumor,গুঞ্জন

বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় একটি সিরিয়াল হল জি বাংলার ‘আমাদের এই পথ যদি না শেষ হয়।’  অল্পদিনে এই সিরিয়াল মন জয় করে নিয়েছে দর্শকদের। সম্প্রতি ধারাবাহিকের নায়ক টুকাই বাবুর প্রাণ সংশয় দেখে আঁতকে উঠেছিলেন অনুরাগীরা। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাস দেখে ঘুম উড়ে গিয়েছে ভক্তদের।

প্রসঙ্গত পরিচালক কৃশ বসু ছেড়ে দেওয়ার পর পরিচালক হিসাবে এই সিরিয়ালের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন অয়ন সেনগুপ্ত। সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাসে লিখেছিলেন ‘শেষ হলো পথ চলা’।  আর তাতেই শুরু হয় জোর জল্পনা। এমনিতে বিগত কয়েকদিন ধরেই যেন সিরিয়াল শেষ হয়ে যাওয়ার ধুম পড়েছে।

Ei Poth Jodi Na Sesh Hoi,এই পথ যদি না শেষ হয়,Urmi,উর্মি,Satyaki,সাত্যকি,Air Off,বন্ধ,Rumor,গুঞ্জন

তাই অনেকেই মনে করতে শুরু করেন স্টার জলসার ‘খড়কুটো’, ‘মন ফাগুন’ এবং জি বাংলার ‘উমা’-র পর এবার শেষের পথে উর্মি সত্যকির পথচলা। এ প্রসঙ্গে সম্প্রতি সংবাদ মাধ্যমের মুখ খুলেছিলেন স্বয়ং পরিচালক অয়ন সেনগুপ্ত নিজেই। উর্মি সত্যকির ভক্তদের আশ্বস্ত করেই তিনি জানিয়েছেন আসলে তেমন কিছুই নয়।  এই পথ যদি না শেষ হয় মোটেই শেষ হচ্ছে না। আসলে পরিচালক অয়ন সেনগুপ্ত নিজেই এই প্রজেক্ট থেকে সরে দাঁড়াচ্ছেন।সেইজন্যেই ওই স্ট্যাটাস দিয়েছিলেন তিনি।

Ei Poth Jodi Na Sesh Hoi,এই পথ যদি না শেষ হয়,Urmi,উর্মি,Satyaki,সাত্যকি,Air Off,বন্ধ,Rumor,গুঞ্জন

পরিচালক অয়ন সেনগুপ্ত জানিয়েছেন আপাতত তিনি লাইট ক্যামেরা অ্যাকশন থেকে ক’দিনের বিরতি নিয়ে নিজেকে সময় দিতে চাইছেন। তাই আপাতত  কিছুদিন বিরতি নিয়েই আবার শুটিংয়ে ফিরবেন তিনি। তবে আগামীদিনে তিনি হয়তো ‘এই পথ যদি না শেষ হয়’-এরই  প্রযোজনা সংস্থা ক্রেজি আইডিয়াজ-এরই নতুন কোন সিরিয়ালে ফিরতে পারেন। তবে এখন নতুন করে কে এই পথ যদি না শেষ হয় পরিচালনার দায়িত্ব নিচ্ছেন তা জানা যায়নি।

Ei Poth Jodi Na Sesh Hoi,এই পথ যদি না শেষ হয়,Urmi,উর্মি,Satyaki,সাত্যকি,Air Off,বন্ধ,Rumor,গুঞ্জন

প্রসঙ্গত ইতিপূর্বে কৃশ বসু ছিলেন এই সিরিয়ালের পরিচালক। চলতি বছরের মে মাসেই তিনিও সিরিয়াল ছেড়ে দিয়েছিলেন। তারপর সেই দায়িত্ব নিজের কাজে নিয়েছিলেন অয়ন সেনগুপ্ত। কৃশের মত এবার তিনিও ব্যক্তিগত কারণ দেখিয়ে সিরিয়ালের পরিচালনা থেকে সরিয়ে নিলেন নিজেকে। তবে জানা যাচ্ছে এখানে কাজ করতে গিয়ে নিজের মতো করে কাজ করতে পারছিলেন না তিনি। সম্ভবত বোঝাপড়ার কোথাও একটা সমস্যা হচ্ছিল তার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥