• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ক্লান্ত অভিনেত্রী ইতি টানলেন অভিনয়ে! টিভির পর্দায় আর দেখা যাবে না খলনায়িকা রিনিকে

Published on:

Mishmee Das,মিশমি দাস,Ei Poth Jodi Na Sesh Hoi,এই পথ যদি না শেষ হয়,Rishton Ka Manjha,রিস্তোঁ কা মাঞ্জা,Rini,রিনি,Tina,টিনা

বাংলা টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন মিশমি দাস (Mishmee das)। মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করলেও অল্প কয়েকদিনের মধ্যেই অভিনয় জগতে হাতেখড়ি হয় তার। আর কেরিয়ার শুরুর পর ইতিমধ্যেই বাংলা সিরিয়ালের গন্ডি ছাড়িয়ে হিন্দি সিরিয়ালেও নিজের জায়গা পাকা করেছেন অভিনেত্রী।

একইসাথে হিন্দি বাংলা দু’দুটি সিরিয়ালে অভিনয় করে এই মুহূর্তে খ্যাতির শীর্ষে রয়েছেন অভিনেত্রী। পেশাগত জীবনে দারুন সফল হলেও এই মুহূর্তে একেবারেই ভালো নেই অভিনেত্রী মিশমি। ব্যস্ত শিডিউলের মধ্যে একেবারে হাঁপিয়ে উঠেছেন তিনি। তাই শুধুমাত্র নিজের জন্যই আপাতত সিরিয়ালে অভিনয় করা থেকে সরে দাড়াতে চাইছেন অভিনেত্রী।

Mishmee Das,মিশমি দাস,Ei Poth Jodi Na Sesh Hoi,এই পথ যদি না শেষ হয়,Rishton Ka Manjha,রিস্তোঁ কা মাঞ্জা,Rini,রিনি,Tina,টিনা

উল্লেখ্য কিছুদিন আগেই সিরিয়ালের শুটিং থেকে ব্রেক নিয়ে গোয়ার সমুদ্র পাড়ে ছুটি কাটাতে গিয়েছিলেন অভিনেত্রী। তারপর থেকেই আচমকা অসুস্থ হয়ে পড়েন মিশমি। এসবের মধ্যেই দ্রুত শ্যুটিংয়ে ফিরেছিলেন নায়িকা। কিন্তু এখন ভীষণ ক্লান্ত মিশমি,তাই এখন শুধু নিজের জন্য সময় চান নায়িকা। যোগ ব্যায়াম এবং মেডিটেশনের মাধ্যমে নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন বলে ঠিক করেছেন তিনি।

Mishmee Das,মিশমি দাস,Ei Poth Jodi Na Sesh Hoi,এই পথ যদি না শেষ হয়,Rishton Ka Manjha,রিস্তোঁ কা মাঞ্জা,Rini,রিনি,Tina,টিনা

তাই ‘এই পথ যদি না শেষ হয়’ বা ‘রিসতো কা মানঝা’তে আর দেখা যাবে না তাঁকে। এ প্রসঙ্গে একটি মিশমি জানিয়েছেন ‘টেলিভিশন আমাকে জীবনে সবকিছু দিয়েছে। আমি গর্বের সঙ্গে বলতে পারি আমি নিজের পরিশ্রমের উপর ভর করেই আজ এই জায়গা পৌঁছেছি। এই সফরে অনেক মানুষ আমার পথপ্রদর্শক হয়েছে, তোমরা জানো তোমরা কারা। এই অতিমারীর সময়ে জীবন, কাজ, কেরিয়ার- সবকিছুই খুব অনিশ্চিত। আমি সত্যিই সৌভাগ্যবান যে আমি ‘এই পথ যদি না শেষ হয়’ এবং ‘রিসতো কা মানঝা’ টিমের সঙ্গে কাজ করতে পেরেছি। টিনা আর রিনি আমার হৃদয়ের খুব কাছের’।

Mishmee Das,মিশমি দাস,Ei Poth Jodi Na Sesh Hoi,এই পথ যদি না শেষ হয়,Rishton Ka Manjha,রিস্তোঁ কা মাঞ্জা,Rini,রিনি,Tina,টিনা

সেইসাথে ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেত্রীর আরও সংযোজন ‘শেষ কয়েক মাস আমার জন্য খুব কঠিন ছিল, আমি একইসঙ্গে দুটো মেগাতে কাজ করেছি। কিন্তু এই অতিমারী আমাকে শিখিয়েছে জীবনের কোনও কোনও সময় বিরতি নেওয়া প্রয়োজন। প্রয়োজন নিজের উপর ফোকাস করা। নিজেকে খোঁজবার নতুন যাত্রা শুরু করা উচিত। জানি নাপ্রার্থনা আগামিতে কী হবে, তবে আমি নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করবার আগে সকলকে ধন্যবাদ জানাতে চাই, যাঁদের জন্য আমি আজ এই জায়গায়। আমি খুব বিনম্রভাবে এই সময়টায় নিজের জন্য একটু গোপনীয়তা চাইছি’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥