সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় জি বাংলার একটি সিরিয়াল হল ‘এই পথ যদি না শেষ হয়’ (Ei Poth Jodi Na sesh Hoi)। পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার পরিচালিত ভিন্ন স্বাদের এই সিরিয়াল শুরু থেকেই দারুন জনপ্রিয়তা পেয়েছে দর্শকমহলে। তাই দেখতে দেখতে ধারাবাহিকের নায়ক নায়িকা সাত্যকি (Satyaki) আর উর্মি (Urmi)-দর্শকদের একেবারে নয়নের মণি হয়ে উঠেছে।
এই সিরিয়ালের নিয়মিত দর্শক যারা তারা সকলেই জানেন ইতিমধ্যেই সিরিয়ালে এসেছে নতুন মোড়। কিছুদিন আগেই জোড়া বিয়ে হয়েছে সিরিয়ালে। অনেক বাধা পেরিয়ে শেষমেশ এক হয়েছে উর্মির মুমু দিদি আর মিস্টার কানের দুল। অন্যদিকে অনিচ্ছা সত্ত্বেও দাদাভাইয়ের মুখের দিকে তাকিয়েই রিনির সাথে ভিকির বিয়ে দিয়েছ উর্মি।
আর বিয়ের পর দিনেই হঠাৎ করে বাড়ি থেকে গায়েব হয়ে গিয়েছিল রিনি (Rini)। আসলে তাকে কিডন্যাপ করে রেখেছিল উর্মির মামনি অর্থাৎ রিনির সাসুমা। কিন্তু সব জেনেও প্রাণের ভয়ে আর শাশুড়ির বিশ্বাস জেতার জন্য মুখ করেনি রিনি কিন্তু উর্মি ফোনে মামনির গলা শুনে ভালোই বুঝতে পেরেছে এই কাজ আসলে কার।
তাই সে অনেক চেষ্টা করেছিল রিনির মুখ দিয়ে কথা বার করার। কিন্তু মুখ দিয়ে সে একটা কথাও বার করেনি। এরই মধ্যে সিরিয়ালে দেখা যাচ্ছে বাড়ির সবাইকে কখনও তাদের পছন্দমতো চা বানিয়ে দিচ্ছে আবার কখনও পোলাও মাংস রান্না করার কথা বলে প্রশংসা কুড়াচ্ছে। আসলে এর সবটাই উর্মিকে রাগিয়ে দেওয়ার জন্য করছে রিনি। আর এসব দেখে মনে মনে কষ্ট পাচ্ছে উর্মি।
এরইমধ্যে এসে গিয়েছে সিরিয়ালের নতুন প্রমো। সেখানে দেখা যাচ্ছে উর্মির শশুড়বাড়ির পাড়ায় হচ্ছে পাড়ার সেরা বৌমা হওয়ার কম্পিটিশন। সেখানেই অংশ নিচে দুই ননদ বৌদি উর্মি রিনি। এমনিতেই সর্বক্ষণ তাদের মধ্যে চলতে থাকে কড়া টক্কর। এখন দেখার এই কম্পিটিশনে শেষ পর্যন্ত সেরার মুকুট কার মাথায় ওঠে। সোশ্যাল মিডসিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এই সিরিয়ালের প্রমো। আর সেই ভিডিওর কমেন্ট সেক্শনে নেটিজেনদের একটা বড় অংশই সাপোর্ট করেছেন উর্মিকে।