• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সদ্য মিটেছে উর্মি সাত্যকির বিয়ে! বাড়ির উঠনে উর্মির নাচের বহর, ভিডিও দেখে হাসির রোল নেটপাড়ায়

বাংলার জনপ্রিয় সিরিয়াল গুলোর ইতিমধ্যেই দর্শকমনে বেশ পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় সিরিয়াল ‘এই পথ যদি না শেষ হয় (Ei Poth Jodi Na Sesh Hoi)’। অল্প দিনের মধ্যেই এই ধারাবাহিক দর্শকদের মন জিতে নিয়েছে। টিআরপির দৌড়ে ছোট্টো ছোট্ট পায়ে এগোতে শুরু করেছে ঊর্মি সাত্যকির লাভ স্টোরি। পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের এই সিরিয়ালে ঊর্মির চরিত্রে অভিনয় করছেন অন্বেষা হাজরা (Anwesha Hazra) এবং সাত্যকির চরিত্রে অভিনয় করছেন ঋত্বিক মুখার্জী (Writwik Mukherjee)।

এই ধারাবাহিকের নায়িকা অর্থাৎ উর্মি বড়লোক পরিবারের মেয়ে। নাচ, গান, আবৃত্তি, খেলাধুলা সবকিছুই সে পারে তবে কোনোটাতেই সে পারদর্শী নয়। আর পরে তার ট্যাক্সি চালানোর সখ হয়। সেই সূত্রেই তার দেখা হয় গল্পের নায়ক অর্থাৎ মধ্যবিত্ত পরিবারের ছাপোষা ছেলে সাত্যকির সাথে।সিরিয়ালের কাহিনীর শুরুতেই জানা যায় উর্মির বড়লোক বাড়িতে মানুষ হলেও যৌথ পরিবারের মজা খুব মিস করে সে। কারণ ঘুম থেকে উঠে সকলেই যে যার কাজে ব্যস্ত তাই বড় একা লাগে তার। একটিন উর্মির বাড়ি ফেরার পথে কিছু ছেলে পিছু নেয়। আর তাকে বাঁচাতে এগিয়ে আসে মধ্যবিত্ত পরিবারের ট্যাক্সি চালক সাত্যকি। তাদের পথ চলা শুরু হয় সাত্যকির হাতে উর্মির গাড়ি চালানো শেখার মধ্যে দিয়েই।

   

Urmi Satyaki Amader Ei Path Jodi Na Sesh Hoi উর্মি সাত্যকি আমাদের এই পথ যদি না শেষ হয়

ধীরে ধীরে নানান ঘটনাপ্রবাহের মধ্যে দিয়ে জমে ওঠে উর্মি সাত্যকির সম্পর্কের রসায়ন। দর্শকদেরও মনে ধরে সিরিয়ালের এই নতুন জুটি। তবে মাঝে লকডাউনের কারণে সিরিয়াল সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল । তবে সেসময় পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার আভাস দিয়েছিলেন গল্পে আসতে চলেছে নয়া মোড়। দর্শক যা আশা করে সিরিয়াল দেখছেন, তার থেকে বেশি কিছু পাবেন বলে আশ্বস্ত করেন তিনি।

Urmi Satyaki Amader Ei Path Jodi Na Sesh Hoi উর্মি সাত্যকি আমাদের এই পথ যদি না শেষ হয়

এরপরেই এক ঘন্টার মহাপর্বে ঊর্মি সাত্যকির বিয়ে দেখানো হয়। তারপর থেকেই বিয়ের একের পর এক আচার অনুষ্ঠান আর বৌভাতের মধ্যে দিয়েই এগিয়ে চলেছে ঊর্মি সাত্যকির গল্প। সেইসাথে মাঝে মধ্যেই খুটিনাটি বিষয়ে তাদের মধ্যে চলছে কখনও তুমুল ঝগড়া আবার কখনও ভাব জমানোর পর্ব। যা টিভির পর্দায় দেখতে পছন্দও করছেন দর্শকরা।

এমনিতেই সিরিয়ালের নায়িকা অর্থাৎ অন্বেষা সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ থাকেন। মাঝে মধ্যেই রিল ভিডিও পোস্ট করেন। সম্প্রতি ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে তাঁর এমনই এক অদ্ভুত নাচের ভিডিও। সেখানে ‘কাটে নেহি কাটতে ইয়ে দিন ইয়ে রাত’ গানে কোমর বেঁকিয়ে অদ্ভুত স্টেপে নাচতে দেখা যাচ্ছে অভিনেত্রী কে। যা দেখে ব্যাপক হাসির রোল উঠেছে নেটপাড়ায়।