• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শুধুই নয় অভিনয়, রয়েছে দারুন গানের গলা! চাইলেই আদ্রিতকে গানে টেক্কা দেবেন ‘টুকাইবাবু’ ঋত্বিক

Published on:

Ei Path Jodi Na Sesh Hoi tukaibabu Writwik Mukherjee singing viral video

বাঙালি দর্শকদের কাছে সিরিয়ালের (Bengali Serial) জনপ্রিয়তা রয়েছে বেশ। আর সিরিয়ালের তারকাদের নিয়েও চলে ভরপুর মাতামাতি। এমনই জনপ্রিয় সিরিয়ালের মধ্যে অন্যতম মিঠাই ও এই পথ যদি না শেষ হয় এই দুই সিরিয়াল। টিআরপি রেটিংয়ের (TRP Rating) তালিকায় দুজনের মধ্যে রেষারেষি থাকলেও দুই ধারাবাহিকের নায়কেরাই কিন্দু দর্শকদের ফেবারেট বা ক্রাশ বলা যেতে পারে।

হ্যাঁ ঠিকই ধরেছেন, বাংলার ক্রাশ জিজ্ঞাসা করা হলে প্রথমেই উত্তর আসবে মিঠাই সিরিয়ালের সিদ্ধার্থ বা উচ্ছেবাবু অভিনেতা আদৃত রায়। যে কিনা এখন রিকি রকস্টার হয়েছে। আর অন্যদিকে ‘সিডি বয়ের’ থেকে কোনো অংশে কম যাচ্ছে না ‘এই পথ যদি না শেষ হয়’ (Ei Path Jodi Na Sesh Hoi) এর উর্মির টুকাইবাবু অভিনেতা ঋত্বিক মুখোপাধ‍্যায় (Writwik Mukherjee)।

Ei Path Jodi Na Sesh Hoi tukaibabu actor Writwik Mukherjee

এই পথ যদি না শেষ হয় এর কাহিনী অনুযায়ী মধ্যবিত্ত পরিবারের ছেলে সাত্যকি অল্প বয়সেই পরিবারে দায়িত্ব নিজের কাঁধ তুলে নিয়েছে। আর এই একান্নবর্তী পরিবারে বৌ হয়ে এসেছে বড়লোক বাড়ির মেয়ে উর্মি, তবে বড়লোক বাড়ির মেয়ে হলেও একেবারেই সাধাসিধে উর্মি। দুজনের অনস্ক্রিন কেমিস্ট্রি দর্শকদের বেশ দারুন  লাগে।

Ei Path Jodi Na Sesh Hoi tukaibabu actor Writwik Mukherjee singing

পর্দায় সত্যকির চরিত্র বেশ ভালোভাবেই ফুটিয়ে তুলেছেন সাত্যকি। তবে শুধু অভিনয়ই নয় অভিনয়ের পাশাপাশি আরও প্রতিভা রয়েছে তাঁর। গানের গলায় বেশ ভালো অভিনেতার। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া এক ভিডিওতে তাঁর প্রমাণ মিলেছে।

অভিনেতা নিজেই ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে সিরিয়ালের টাইটেল ট্র্যাক গাইতে দেখা যাচ্ছে তাকে। অবশ্য এক নন সাথে পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার ও আরও দুয়েক জন ছিল। যেমনটা জানা যাচ্ছে সাথে অভিনেত্রী শ্রুতি দাসও এদিন সাথেই ছিলেন। একসাথে দিঘা ঘুরতে যাচ্ছিলেন সকলে। যাওয়ার মাঝেই ব্রেক নিয়ে এই গানের ভিডিও রেকর্ড করা হয়েছিল।

ভিডিওটি ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়ে পড়েছে। সাথে অভিনেতার গানের গলার প্রশংসাও করেছেন নেটিজেনদের অনেকেই। প্রসঙ্গত, এই পথ যদি না শেষ হয় সিরিয়ালের আসল টাইটেল ট্রাকটি গেয়েছেন বিখ্যাত গায়ক নচিকেতা চক্রবর্তী ও অঙ্কিতা সরকার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥