• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পথ চলা শুরু হতেই বদলে গেল মুখ! ‘এই পথ যদি না শেষ হয়’ সিরিয়ালে হাজির নতুন অভিনেত্রী

বাঙালির বিনোদনের একটা বড় অংশই সিরিয়ালকে (Serial) ঘিরে। সন্ধ্যে নামলেই নানান সিরিয়ালের মধ্যে থেকে নিজের পছন্দের সিরিয়াল দেখতে হাজির হন সকলে। সিরিয়ালের প্রিয় চরিত্রদের না দেখলে যেন দিনটা অসম্পূর্ন থেকে যায়। দর্শকদের এক এক জনের পছন্দ এক এক ধরণের। কারণ রানী রাসমণি পছন্দ তো কারো আবার খুড়কুটো। তবে গত মার্চে একটি নতুন সিরিয়াল শুরু হয়েছে নাম, ‘এই পথ যদি না শেষ হয়’। নতুন এই সিরিয়ালটির ইতিমধ্যেই বেশ ফ্যান হয়ে গিয়েছে।

উর্মি নামের এক বড়লোক ঘরের মেয়েকে নিয়েই গল্পের প্রেক্ষাপট। উর্মি অর্থাৎ সিরিয়ালের মূল চরিত্র নাচ, গান, আবৃত্তি, খেলাধুলা সমস্ত কিছুই শিখেছে কিন্তু একটু একটু। আর এবার তার ইচ্ছা ট্যাক্সি চালানো শেখা। আর এই ট্যাক্সি চালানো শিখতে গিয়েল গল্পের নায়ক অর্থাৎ মধ্যবিত্ত পরিবারের এক ছেলের সাথে পরিচয় উর্মির। এবার হলুদ ট্যাক্সি চালানো শেখার মাঝে কিভাবে প্রেমের গাড়ি চলতে শুরু হয় সেটাই দেখতে দর্শকেরা চোখ রেখেছেন সিরিয়ালে।

   

Bengali Serial,বাংলা সিরিয়াল,Ei Poth Jodi Na Sesh Hoi,এই পথ যদি না শেষ হয়,Zee Bangla,জি বাংলা,Kalyani Mondal

সিরিয়ালের কাহিনীর শুরুতেই জানা যায় উর্মির বড়লোক বাড়িতে মানুষ হলেও যৌথ পরিবারের মজা খুব মিস করে সে। কারণ ঘুম থেকে উঠে সকলেই যে যার কাজে ব্যস্ত তাই বড় একা লাগে তার। একটিন উর্মির বাড়ি ফেরার পথে কিছু ছেলে পিছু নেয়। আর তাকে বাঁচাতে এগিয়ে আসে মধ্যবিত্ত পরিবারের ট্যাক্সি চালক সাত্যকি। ব্যাস একটু পাগল আর খানিকটা বেপরোয়া উর্মি হাজির হয়ে যায় সত্যকির বাড়িতে।

Bengali Serial,বাংলা সিরিয়াল,Ei Poth Jodi Na Sesh Hoi,এই পথ যদি না শেষ হয়,Zee Bangla,জি বাংলা,Kalyani Mondal

সত্যকির বাড়িতে তার পরিবার দেখে রীতিমত সত্যকির পরিবারকে মনে ধরে যায় উর্মির। বাড়ির সকলেই উর্মিকে নিজেদের লোকের মতোই আপন করে নিয়েছিল। কিন্তু মুশকিল হল সবেমাত্র কিছু দিন যেতে না যেতেই সিরিয়ালে হয়ে গেল চরিত্র বদল। সত্যকির পরিবারে ঠাম্মির চরিত্রে অভিনয় করছিলেন অভিনেত্রী অলকানন্দা রায়। কিন্তু এবার সেই জায়গায় দেখা যাবে অভিনেত্রী কল্যাণী মণ্ডলকে। এবার দর্শকদের কাছে সেটা কতটা গ্রহণ যোগ্য হবে সেটাই দেখার।

site