• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পড়াশোনার নিরিখে খড়ির কাছে ফেল মিঠাই-ফুলঝুরি! রইল ৫ টেলি নায়িকার শিক্ষাগত যোগ্যতার তালিকা

সন্ধ্যে হলেই টেলিভিশনের পর্দার সামনে বসে পড়েন বাড়ির মা-কাকিমা থেকে শুরু করে বয়ঃজ্যেষ্টরা। ধারাবাহিকের সৌজন্যেই মিঠাই, খড়ি, গৌরীরা হয়ে উঠেছেন একেবারে বাড়ির সদস্য। তাঁদের বিষয়ে নানান খুঁটিনাটি তথ্য থাকে একেবারে নখদর্পণে। তবে পর্দার খড়ি, মিঠাইয়ের ব্যাপারে জানলেও বাস্তবে তাঁদের বিষয়ে কতখানি জানেন আপনি? প্রিয় টেলি নায়িকা (Television actress) কতদূর পড়াশোনা করেছেন জানেন? আজকের প্রতিবেদনে সেই তথ্যই তুলে ধরা হল।

মানালি মনীষা দে (Manali Manisha Dey)- এই সপ্তাহের বেঙ্গল টপার ‘ধূলোকণা’য় নায়িকার চরিত্রে অভিনয় করছেন মানালী। পর্দায় ফুলঝুরি খুব বেশি শিক্ষিত না হলেও বাস্তবে মানালি কিন্তু বেশ অনেকদূর পড়াশোনা করেছেন। নেটদুনিয়ায় প্রাপ্ত তথ্য থেকে জানা গিয়েছে, মানালি উচ্চমাধ্যমিক পাশ। অভিনয় সামলে আর কলেজ পর্যন্ত পৌঁছনো হয়নি নায়িকার।

   

Manali Manisha Dey in saree

মোহনা মাইতি (Mohana Maiti)- জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘গৌরী এলো’য় নায়িকার চরিত্রে অভিনয় করছেন মোহনা। পর্দায় যত বড় দেখানো হোক না কেন, বাস্তবে কিন্তু মোহনা একজন বাচ্চা মেয়ে। বিভিন্ন নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, মোহনা দশম শ্রেণির পরীক্ষা দিয়েছেন। সে এখন একাদশ শ্রেণির ছাত্রী।

Mohana Maiti in saree

শোলাঙ্কি রায় (Solanki Roy)- বাংলার টেলি দুনিয়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন শোলাঙ্কি। এই মুহূর্তে ‘গাঁটছড়া’ ধারাবাহিকে নায়িকা খড়ির চরিত্রে অভিনয় করছেন তিনি। জানিয়ে রাখি, খড়ি খুব বেশি শিক্ষিত না হলেও শোলাঙ্কি কিন্তু বেশ শিক্ষিত। নেটদুনিয়ায় প্রাপ্ত তথ্য থেকে জানা গিয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে স্নাতকোত্তর সম্পূর্ণ করেছেন শোলাঙ্কি।

Solanki Roy Panchami look

সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)- জনপ্রিয় টেলি অভিনেত্রীদের কথা হবে অথচ মিঠাইরানীর কথা হবে না তা কি হয়? প্রত্যাশামতোই তালিকায় নাম রয়েছে সৌমিতৃষারও। নেটমাধ্যমে প্রাপ্ত তথ্য থেকে জানা গিয়েছে, বারাসাত গার্লস হাইস্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করার পর ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্তরের পড়াশোনা করেছেন ‘মিঠাই’ ধারাবাহিকের নায়িকা।

Soumitrisha Kundu

দেবচন্দ্রিমা সিংহ রায় (Debchandrima Singha Roy)- তালিকার শেষ নামটি হল ‘সাহেবের চিঠি’ খ্যাত দেবচন্দ্রিমার। এই মুহূর্তে পর্দায় পোস্ট উইম্যান চিঠির চরিত্রে অভিনয় করা দেবচন্দ্রিমা বাস্তবে কতদূর পড়াশোনা করেছেন জানেন?

Debchandrima Singha Roy

নেটদুনিয়া থেকে পাওয়া তথ্য থেকে জানা গিয়েছে, সিঙ্গুর গোলাপ মোহিনী গার্লস হাইস্কুল থেকে নিজের পড়াশোনা করার পর অভিনয়কে পেশা হিসেবে বেছে নেন দেবচন্দ্রিমা। স্কুলের পর তিনি আর পড়াশোনা করেছেন কিনা সেই বিষয়ে জানা যায়নি।