• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

টাকার জোরে বিশ্বের সবচেয়ে ধনী, কিন্তু পড়াশোনার দৌড় কতদূর? রইল আম্বানিদের শিক্ষাগত যোগ্যতা

ভারতের তো বটেই, গোটা বিশ্বের অন্যতম ধনী পরিবার হল অম্বানিরা (Ambani family)। সারা বিশ্ব জুড়ে প্রচুর নামডাক রয়েছে তাঁদের। মুকেশ-নীতা থেকে শুরু করে আকাশ-অনন্ত- অম্বানি পরিবারের প্রত্যেকেই কোটিপতি। তাঁদের সম্পত্তির পরিমাণের কথাও প্রায় সকলেই জানেন। কিন্তু তাঁরা কতদূর পড়াশোনা করেছেন তা কী জানেন? আজকের প্রতিবেদনে অম্বানিদের শিক্ষাগত যোগ্যতার (Educational qualification) হদিশই তুলে ধরা হল।

আকাশ অম্বানি (Akash Ambani) – মুকেশ এবং নীতা তিন ছেলেমেয়ের মধ্যে সবচেয়ে বড় হল আকাশ। তিনি ক্যাম্পিয়ন স্কুল এবং এরপর ধীরুভাই অম্বানি ইন্টারন্যাশানাল স্কুল থেকে পড়াশোনা করেছেন। স্কুলের পড়াশোনা শেষ করে ব্রাউন বিশ্ববিদ্যালিয় থেকে অর্থনীতি নিয়ে পড়েছেন আকাশ।

   

Akash Ambani educational qualification

শ্লোকা অম্বানি (Shloka Ambani) – অম্বানি পরিবারের বড় বৌ শ্লোকাও ধীরুভাই অম্বানি ইন্টারন্যাশানাল স্কুল থেকে পড়াশোনা করেছেন। এরপর নিউ জার্সির প্রিন্সটেন বিশ্ববিদ্যালয় থেকে অ্যান্থ্রোপলজি নিয়ে উচ্চ স্তরের পড়াশোনা সম্পূর্ণ করেছেন আকাশের স্ত্রী।

Shloka Mehta educational qualification, Shloka Ambani educational qualification

ঈশা অম্বানি (Isha Ambani) – মুকেশ এবং নীতা একমাত্র মেয়ে হলেন ঈশা। আকাশের মতো বোন ঈশাও ধীরুভাই অম্বানি স্কুল থেকে পড়াশোনার সম্পূর্ণ করেছেন। এরপর যুক্তরাজ্যের ইয়ালে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্তরের পড়াশোনা সম্পূর্ণ করেন তিনি। এখন বাবা মুকেশের সঙ্গে রিল্যায়েন্সের ব্যবসায় যোগ দিয়েছেন।

Isha Ambani educational qualification

অনন্ত অম্বানি (Anant Ambani) – বাকি দুই ছেলেমেয়ের মতো মুকেশ-নীতার ছোট ছেলে অনন্তও ধীরুভাই অম্বানি ইন্টারন্যাশানাল স্কুল থেকে পড়াশোনা করেছেন। এরপর দাদা আকাশের মতো ব্রাউন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি। সেখান থেকে স্নাতক স্তরের পড়াশোনা সম্পূর্ণ করার পর এখন বাবার সঙ্গে ব্যবসার কাজ সামলাচ্ছেন আকাশ।

Anant Ambani educational qualification

রাধিকা মার্চেন্ট (Radhika Merchant) – শীঘ্রই অম্বানি পরিবারের বৌ হবেন রাধিকা। বছরের শুরুতেই অনন্তের সঙ্গে তাঁর বাগদান সম্পূর্ণ হয়েছে। জানিয়ে রাখি, মুকেশ-নীতার হবু ছোট বৌ ইকোল মন্ডিয়েল ওয়ার্ল্ড স্কুল ও ক্যাথিড্রাল অ্যান্ড জন ক্যানন স্কুল থেকে পড়েছেন। এখন বাবার ব্যবসার কাজে সহায়তা করছেন রাধিকা।

Radhika Merchant educational qualification

নীতা অম্বানি (Nita Ambani) – সাধারণ একটি পরিবার থেকে ধনকুবের অম্বানি পরিবারের বৌ হয়েছিলেন নীতা। মুকেশের স্ত্রী কমার্স নিয়ে স্নাতক স্তরের পড়াশোনা সম্পূর্ণ করেছেন। বিয়ের আগে একটি বিদ্যালয়ে শিক্ষিকার চাকরি করতেন তিনি।

Nita Ambani educational qualification

মুকেশ অম্বানি (Mukesh Ambani) – শুধুমাত্র ভারতেরই নয়, গোটা বিশ্বের অন্যতম সফল শিল্পপতি হলেন মুকেশ। কয়েক হাজার কোটি টাকার মালিক তিনি।

Mukesh Ambani educational qualification

তবে এত সম্পত্তির অধিকারী হলেও মুকেশ নিজের পড়াশোনা শেষ করেননি। তিনি এমবিএ কোর্সে ভর্তি হয়েছিলেন কিন্তু সেটি সম্পূর্ণ করতে পারেননি। যদিও সেটি কখনও তাঁর সাফল্যের পথে বাঁধা হয়ে দাঁড়ায়নি।

site