• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অভিনয়ে নেই প্রেমিকের সাথে তোলাবাজিতে রয়েছে! ২০০ কোটির জালিয়াতিতে নাম জড়ালো জ্যাকলিনের

সময়টা একেবারেই ভালো যাচ্ছে না বলি সুন্দরী (Bollywood actress) জ্যাকলিন ফার্নান্দেজের (Jacqueline Fernandez)। কয়েকশো কোটি টাকার প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে অভিনেত্রীর ঘনিষ্ঠতার কথা আগেই জানা গিয়েছিল। সেই সূত্রেই এবার ফেঁসে গেলেন বলি সুন্দরী। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) দাবি, তোলাবাজির দায়ে অভিযুক্ত জ্যাকলিনও। চার্জশিটে রয়েছে তাঁর নাম।

দিল্লির এক আদালতে ইডির (ED) তরফ থেকে সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করা হয়েছে। সেখানেই রয়েছে জ্যাকলিনের নাম। এই সংবাদ প্রকাশ্যে আসা মাত্রই চমকে উঠেছেন নায়িকার অনুরাগীরা। নেটিজেনদের একাংশের দাবি, জ্যাকলিনের কেরিয়ার এবার শেষ।

   

Jacqueline Fernandez

বলি সুন্দরীর চর্চিত প্রেমিক সুকেশ আগেই গ্রেফতার হয়েছেন। ওষুধ প্রস্তুতকারক এক সংস্থার কর্তাদের ঠকিয়ে ২১৫ কোটি টাকা হাতানোর অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। ইডির তরফ থেকে পেশ করা প্রথম চার্জশিটেই উল্লেখ করা হয়েছিল, কয়েকশো কোটি টাকা কীভাবে খরচ করেছিলেন সুকেশ।

এবার পেশ করা চার্জশিটে ইডির দাবি, হাতানো ওই টাকা দিয়েই জ্যাকলিনকে প্রায় ৫ কোটি টাকার উপহার কিনে দিয়েছিলেন সুকেশ। শুধু তাই নয়, ইডির আরও দাবি, বলি সুন্দরী নাকি জানতেন কোন টাকা থেকে সেই উপহারগুলো তাঁকে কিনে দেওয়া হয়েছে। সবকিছু জেনেশুনেই সেই উপহার গ্রহণ এবং ভোগ করেছেন জ্যাকি।

Jacqueline Fernandez and Sukesh Chandrasekhar

ইডির তরফ থেকে প্রকাশিত বিবৃতিতে লেখা হয়েছে, প্রতারণা করে হাতানো সেই টাকা দিয়ে বলি সুন্দরীকে একাধিক দামি উপহার কিনে দিয়েছেন সুকেশ। সেই সকল উপহার নিজের বিশ্বস্ত পিঙ্কি ইরানি মারফত নাকি জ্যাকলিনের কাছে পাঠাতেন তিনি। সুকেশের কাছ থেকে একাধিক বহুমূল্য উপহার গ্রহণ করেছেন জ্যাকলিন।

সেই তালিকায় রয়েছে, একটি ঘোড়া, নামী সংস্থার তিনটি ডিজাইনার ব্যাগ, ব্র্যান্ডেড জিমের পোশাক, একজোড়া ব্র্যান্ডেড জুতো, বিভিন্ন পাথর দিয়ে বানানো একটি ব্রেসলেট এবং হীরের কানের দুল। এখনও পর্যন্ত জ্যাকলিনের কাছ থেকে মোট ৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি।

Jacqueline Fernandez

টাকা প্রতারণার এই মামলায় নাম জড়িয়ে ইডির চার্জশিটে জ্যাকলিনের নাম জড়ানোয় তাঁর বলিউড কেরিয়ার সংকটের সম্মুখীন হয়েছে। একেতেই বলিউডের অবস্থা শোচনীয়। তার মধ্যে এই বিতর্কে নাম জড়ানোয় জ্যাকি এবং তাঁর আসন্ন সিনেমাগুলি যে বেশ চাপের মুখে পড়েছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।