• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভুলে যাবেন মাছ-মাংসের স্বাদ! এভাবে এঁচোড়ের কালিয়া বানালে জিভে লেগে থাকবে একমাস

বাঙালি মানেই ভোজন রসিক। যার মানে হল ভালো খাবারের সন্ধানে বাঙালিরা রয়েছে সর্বদাই। আজ আপনাদের জন্য এক দুর্দান্ত স্বাদের রান্না, এঁচোড়ের কালিয়া রেসিপি (Bengali Style Echor Kalia Recipe) নিয়ে হাজির হয়েছি। এঁচোড়ের রান্না ভালো মত তৈরী করা গেলে অনেকের মতে মাংসের স্বাদকেও হার মানায়। তাহলে আর দেরি কিসের! ঝটপট রেসিপি দেখে আজই তৈরী করে ফেলুন লোভনীয় এঁচোড়ের কালিয়া (Bengali Style Echor Kalia)।

Echorer Kalia Recipe,Echorer Kalia,Bengali Cusine,Bengali Style Echorer Kalia,এঁচোড়ের কালিয়া,এঁচোড়ের কালিয়া রেসিপি,এঁচোড়ের রেসিপি

   

লোভনীয় এঁচোড়ের কালিয়া তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণঃ

১. এঁচোড়, আলু
২. পেঁয়াজ বাটা, টমেটো বাটা,
৩. আদা বাটা, রসুন বাটা, কাঁচালঙ্কা বাটা
৪. তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ
৫. হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো,
৬. জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো,
৭. গরম মশলা গুঁড়ো
৮. পরিমাণ মত নুন,
৯. রান্নার জন্য তেল

লোভনীয় এঁচোড়ের কালিয়া তৈরির পদ্ধতিঃ

➥ প্রথমে বাজার থেকে আনা এঁচোড় ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে রাখতে হবে। সাথে ছোট ছোট করে আলুও কেটে নিতে হবে।

➥ এবার একটা পাত্রে জল গরম করে তাতে প্রথমে এঁচোড় ও কিছুক্ষন পর আলুর যুক্ত দিয়ে সেদ্ধ করে নিতে হবে। তবে সেদ্ধ করার সময় নুন ও হলুদ দিয়ে দিতে হবে। (আলু যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই পরে দেওয়া হয়েছে)

Echorer Kalia Recipe,Echorer Kalia,Bengali Cusine,Bengali Style Echorer Kalia,এঁচোড়ের কালিয়া,এঁচোড়ের কালিয়া রেসিপি,এঁচোড়ের রেসিপি

➥ এঁচোড়, আলু সেদ্ধ হয়ে গেলে সেগুলোকে জল  ঝরিয়ে আলাদা করে নিতে হবে।

➥ এরপর কড়ায় সরষের তেল গরম করে তাতে তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে কিছুক্ষন নেড়েচেড়ে নিতে হবে।

Echorer Kalia Recipe,Echorer Kalia,Bengali Cusine,Bengali Style Echorer Kalia,এঁচোড়ের কালিয়া,এঁচোড়ের কালিয়া রেসিপি,এঁচোড়ের রেসিপি

➥ তারপর কড়ায় একে একে পেঁয়াজ বাটা, টমেটো বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচালঙ্কা বাটা দেওয়ার পর পরিমাণ মত নুন দিয়ে পরিমাণ মত হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।

Echorer Kalia Recipe,Echorer Kalia,Bengali Cusine,Bengali Style Echorer Kalia,এঁচোড়ের কালিয়া,এঁচোড়ের কালিয়া রেসিপি,এঁচোড়ের রেসিপি

➥ কষানো হয়ে গেলে কড়ায় এঁচোড় ও আলু দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এঁচোড়, আলু।

➥ এরপর পরিমাণ মত জল দিয়ে কড়া ঢাকনা দিয়ে ফুটিয়ে ১০-১৫ মিনিট মত রান্না করলেই রান্না প্রায় শেষ। তবেমাঝে একবার ঢাকনা খুলেএকটু নেড়ে নিতে হবে।

Echorer Kalia Recipe,Echorer Kalia,Bengali Cusine,Bengali Style Echorer Kalia,এঁচোড়ের কালিয়া,এঁচোড়ের কালিয়া রেসিপি,এঁচোড়ের রেসিপি

➥ শেষে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে আরও ২-৩ মিনিট একদম কম আঁচে রান্না করলেই তৈরী হয়ে গেল লোভনীয় এঁচোড়ের কালিয়া।