একমাথা ঘন কালো চুল পাওয়ার আশা মহিলা হোক বা পুরুষ সকলেই আশা করে। কিন্তু বর্তমান সময়ে একমাথা চুল রাখতেই ঝক্কি কম নেই! চুল পড়ে যাওয়া লম্বা না হওয়া ঘন না হওয়া এমন নানা সমস্যার পাশাপাশি কম বয়সেই চুলে পাক ধরে যায় অনেক সময়। অর্থাৎ বার্ধক্য আসার আগেই চুল পেকে সাদা হতে শুরু করে। এই সমস্যায় ভুগছেন এমন লোক প্রায় সর্বত্র।
চুলে পাক ধরা মানেই সকলে চুল রং করার জন্য তৈরী হয়ে পড়েন। আর সহজে কালার করার চক্করে দোকান থেকে কিনে কেমিক্যাল হেয়ার কালার ব্যবহার করেন। যার ফলস্বরূপ চুল হয়তো সাময়িকভাবে কালো হয়ে যায় ঠিকই। তবে পরবর্তীকালে আরও সমস্যা দেখা দেয়। আজ বংট্রেন্ডের পর্দায় আপনাদের জন্য প্রাকৃতিক উপায় ঘরোয়া পদ্ধতিতে সহজে চুল কালো করার কিছু উপায় নিয়ে হাজির হয়েছি। চলুন দেখে নেওয়া যাক সেগুলি।
১. আমলকি ও হেনা পাউডার
চুলের যত্নে আমলকির ব্যবহার বা আমলা তেলের ব্যবহার ছোট থেকেই শুনে আসছেন সকলে। এই আমলকি আর হেনা দিয়েই খুব সহজে চুল কালো করে নেওয়া যায়। এর জন্য চুলের পরিমাণ অনুযায়ী হেনা পাউডার একটা পাত্রে গরম জলে দিয়ে পেস্ট মত তৈরী করে নিতে হবে। এরপর ওই পেস্ট আমলকি পাউডার ও সামান্য কফি ভালো করে মিশিয়ে তৈরী করা মিশ্রণ ভালো করে মাথায় মেখে ১ ঘন্টা রেখে দিতে হবে। এরপর শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন, তাহলে প্রাকৃতিকভাবে চুলের রং কালো হয়ে যাবে কেমিক্যাল ছাড়াই।
২. নারকেল তেল ও মেথি
মেথি আর নারকেল তেল দুটোই আমাদের চুলের জন্য দারুন উপকারী। তবে অনেকেই হয়তো জানেন না চুল কালো করার জন্যও এই দুই উপকরণ ব্যবহার করা যেতে পারে। এর জন্য একটা পাত্রে নারকেল তেল নিয়ে তাতে মেথি দানা দিয়ে ১০-১৫ মিনিট ফোটাতে হবে। এরপর ছেঁকে নিয়ে ওই নির্যাস ভালো করে চুলের গোড়ায় মালিশ করে শুয়ে পড়তে হবে (রাতে শুতে যাবার আগে করতে হয়)। তারপরদিন উঠে ভালো করে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিলেই কাজ শেষ।
৩. চ পাতা, মেহেন্দি
বাড়িতে চা সকলেই খেয়ে থাকি। এই চা পাতা দিয়েও চুল কালো করা যেতে পারে। এর জন্য দুচামচ চা পাতা গুঁড়ো, ২ চামচ মেহেন্দি পাউডার, ১ চামচ লেবুর রস ও মধু একটা পাত্রে ভালো করে মিশিয়ে তাতে সামান্য গরম জল দিয়ে পেস্ট বানিয়ে মাথায় মেখে নিতে হবে। এরবার ৩০ মিনিট মত শুকিয়ে নিয়ে শ্যাম্পু করে নিতে হবে।
৪. জবা ও আমলকি
চুলের যত্নে জবাফুল দুর্দান্ত কাজ করে, একথা সকলেরই জানা। জবাফুল আর জব্যাপাটা ভালো করে পেস্ট বানিয়ে তাতে আমলা গুঁড়ো দিয়ে সেটাকে মাথায় মেখে নিতে হবে। এরপর ৩০ মিনিট মত শুকিয়ে নিয়ে শ্যাম্পু করে নিতে হবে। এভাবে সপ্তাহে দুবার করলেই চুল আবার কালো হতে শুরু করবে।