অতিরিক্ত কিছু টাকা পেতে সবারই ভালো লাগে। বিশেষত যদি অল্প সময়ে বা অবসর সময়ে ছোট কিছু কাজ করে মেলে অরিতিক্ত টাকা। তাহলে তো আর কথাই নেই। এবার এইরকমই এক দুর্দান্ত সুবিধা নিয়ে এল গুগল। যা দিয়ে বাড়ি বসেই পাওয়া যাবে টাকা। তাও আবার সামান্য কিছু কাজের বিনিময়েই।
আসলে Google তার Task Mate নিয়ে হাজির হয়েছে ভারতে। এই Google Task Mate এ ঘরে বসেই মিলবে টাকা। কাজ করা যাবে কম্পিউটারে এমনকি মোবাইল ফোনেও।
এই টাস্ক মেটের মধ্যে গোটা বিশ্বের বিভিন্ন সংস্থা তাদের কাজ অফার করবে। যেমন কোনো রেস্টুরেন্টের ছবিতে ক্লিক করা বা আপনার ব্যক্তিগত পছন্দ গুলি জানানো ইত্যাদি। এমনকি ভাষান্তরের মত কাজও থাকবে, যাতে অনুবাদে সাহায্য করতে হবে।
আপনিও কি এই Google Task Mate এ কাজ করতে চান? তাহলে আপনাকে গুগল প্লে স্টোরে গিয়ে টাস্ক মেট বিটা ভার্শন ডাউনলোড করতে হবে। তবে রেজিস্টার করার জন্য আপনার কাছে রেফারাল কোড থাকা বাধ্যতামূলক। রেজিস্ট্রেশন শেষ হলেই আপনি বিভিন্ন টাস্ক কমপ্লিট করার মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন।
প্রদত্ত টাস্ক গুলির কিছু কাজ বাড়ি বসেই করা যাবে সেগুলি হল সিটিং টাস্ক। আবার কিছু টাস্কে আপনাকে পাশাপাশি কোথাও যেতে হতে পারে, সেগুলি হল ফিল্ড টাস্ক। আপনি চাইলে কোথাও যাবার আগে সেখানে কোনো কাজ উপলব্ধ আছে কিনা দেখে সেই কাজ করতে পারেন। প্রয়োজনে কাজ না করতে পারেন, সেক্ষেত্রে আপনার কাজটি না করার অপশন বেছে নিতে হবে।
এই সমস্ত কাজ করে আপনার ওয়ালেটে যা টাকা জমবে তা আপনি সরাসরি টাস্ক মেটেই দেখতে পাবেন। এবং চাইলেই স্থানীয় মুদ্রা অর্থাৎ ভারতীয় তাকে নিজের কাছে পেয়ে যাবেন।