• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

তৃষ্ণার্ত ঈগলকে জল খাওয়াচ্ছে একদল ছেলেমেয়ে, ভাইরাল ভিডিও দেখে প্রশংসায় ভরল নেটপাড়া

Published on:

ভাইরাল ভিডিও,Viral Video,Eagle

সোশ্যাল মিডিয়া ভারী মজার জায়গা। মুহূর্তে বিশ্বের এক প্রান্তের খবর আরেক প্রান্তে পৌঁছে দেয় কয়েক সেকেন্ডেই। আর তার মধ্যেই একেকটা ভাইরাল ভিডিও (Viral Video) যেমন দেখে হাসতে হাসতে পেটে খিল ধরে যায়, তেমনই একেকটা অদ্ভুত ভিডিও দেখে চোখ কপালে ওঠার জোগাড় হয়। সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা দেখে কার্যত অবাক নেটিজেনরা।

কথায় আছে মানুষ চাইলে করতে পারে না এমন কিছুই নেই। এর প্রমাণ অবশ্য বহুবারই মিলেছে। জলের মধ্যে আগুন জ্বালানো থেকে শুরু করে মঙ্গল গ্রহে অবতরণ সবই করে দেখিয়েছে মানুষ। তবে মাঝে মধ্যে এমনকি কিছু কর্মকান্ড মানুষ করে বসে যেটা রোজ রোজ দেখতে পাওয়া যায় না। এই ধরণের গটনাগুলি ক্যামেরাবন্দি হলে তা শেয়ার করলেই ভাইরাল ভিডিওটি পরিণত হয়ে হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে।

ভাইরাল ভিডিও,Viral Video,Eagle

সম্প্রতি এমনি এক ঘটনার সাক্ষী থাকলে নেটপাড়া। ইগল পাখির কথা সকলেই কমবেশি শুনেছেন। খুবই হিংস্ৰ হয় এই পাখি, আকাশের অনেক উঁচুতে উড়তে উড়তেই নিজের শিকারকে টার্গেট করে সোজা নেমে এসেই ধরলো নখ যুক্ত পা দিয়ে ধরাশায়ী করে শিকারকে। কিন্তু এবার এই ঈগল পাখিকেই দেখা গেল মানুষের কাছে জল খেতে।

https://twitter.com/buitengebieden_/status/1396708160543416324

কি চমকে গেলেন নাকি! মিথ্যে না একেবারে সত্যি ঘটনা এটি। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এমনি একটি ভিডিও বেশ ভাইরাল হয়ে পড়েছে। যে ভিডিওতে ঈগল পাখিকে জল খাওয়াতে দেখা যাচ্ছে একদল ছেলেমেয়েদের। গরমের দুপুরে হয়তো সারাদিন ঘুরে ঘুরে জল পায়নি ওই ঈগলটি। তাই জলের খোঁজেই ওই ছেলেমেয়েদের কাছে এসে হাজির হয়েছিল ঈগল পাখিটি। তারা বুঝতে পেরে নিজেদের জলের জার খুলতেই দিব্যি জল খেতে শুরু করে দিল ঈগলটি।

এমন দৃশ্য কী আর রোজ রোজ দেখা যায়! সকলেই ক্যামেরাবন্দি করতে থাকে ঈগলের জল খাবার এই মুহূর্তটাকে। এরপর সোশ্যাল মিডিয়াতে আপলোড করা হলে তা ব্যাপক ভাবে ভাইরাল হয়ে পড়েছে।  ইতিমধ্যেই ৫৫ হাজারেরও বেশি দর্শক হয়ে গিয়েছে ভিডিওটিতে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥