• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দ্বিতীয় বিয়ের পরেই বৌয়ের গালে চুমু, নেটপাড়ায় নিন্দুকদের ট্রোলের জবাব দিলেন দুর্নিবার

Updated on:

Durnibar Sahas Mohor Marriage Troll Reply

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে মাত্র একদিন আগেই দ্বিতীয়বার বিয়ে (Marriage) করেছেন সারেগামাপা  (Sa Re Ga Ma Pa) খ্যাত দুর্নিবার সাহা (Durnibar Saha)। প্রথম স্ত্রী মীনাক্ষী মুখার্জির (Minakhi Mukherjee) সাথে বিয়ে ভেঙে যাওয়ার দেড় বছরের মাথায় আবার মোহর (Mohor) ওরফে ঐন্দ্রিলা সেনের সাথে বৃহস্পতিবারই সাত পাক ঘুরেছেন দুর্নিবার। যা নিয়ে ইতিমধ্যেই নেটিজেনদের একাংশের কটাক্ষের মুখে পড়েছেন গায়ক।

দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসা নিয়ে সোশ্যাল মিডিয়ায় দুর্নিবারকে একেবারে তুলোধোনা করে ছেড়েছেন নেটিজেনদের  একটা বড় অংশ। যদিও অনেকে আবার শুভেচ্ছা জানিয়েছেন গায়ককে। প্রথমে এ প্রসঙ্গে কোনো রকম মন্তব্য না করলেও এবার একেবারে নিজস্ব কায়দায় সবার সমস্ত রকম কটাক্ষের জবাব দিতে দেখা গেল দুর্নিবারকে।

বিয়ে,Marriage,সারেগামাপা,Sa Re Ga Ma Pa,দুর্নিবার সাহা,Durnibar Saha,মীনাক্ষী মুখার্জি,Minakhi Mukherjee,মোহর সেন,Mohor Sen,Troll,ট্রোল,Social Media,সোশ্যাল মিডিয়া,Reply,জবাব

এদিন নতুন বউ মোহরের গালে চুমু খেয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে নিন্দুকদের একহাত নিয়ে দুর্নিবার ক্যাপশনে লিখেছেন ‘যখন আমরা একসঙ্গে আলোর ছটায় আমাদের সম্পর্ককে সাজিয়ে তুলছি, তখন কিছু মানুষ অহেতুক তাদের বোকা বোকা মতামত দিয়ে অন্ধকার ছড়িয়ে দিতে চাইবেই’।

দুর্নিবার এই পোস্ট করা মাত্রই কমেন্ট সেকশনে শুরু হয়ে যায় আরেক প্রস্থ ট্রোলিং। যদিও এদিন ট্রোলারদের অনেকেই  জবাব দিয়েছেন দুর্নিবার। একজন গায়কের পোস্টের নিচে লিখেছিলেন ‘নিজেকে ট্রোল করে কি পাও? ইমেজ টা ধরে রাখতে পারলে না’। উত্তরে তাকে দুর্নিবার পাল্টা লিখেছেন ‘এত সেনসিটিভ এবং সহানুভূতিশীল হওয়ার জন্য ধন্যবাদ’।

বিয়ে,Marriage,সারেগামাপা,Sa Re Ga Ma Pa,দুর্নিবার সাহা,Durnibar Saha,মীনাক্ষী মুখার্জি,Minakhi Mukherjee,মোহর সেন,Mohor Sen,Troll,ট্রোল,Social Media,সোশ্যাল মিডিয়া,Reply,জবাব

প্রসঙ্গত প্রথম স্ত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের সাথে বিচ্ছেদের জল্পনার মাঝেই ঐন্দ্রিলা ওরফে ওরফে মোহরের সাথে সম্পর্কে জড়ান দুর্নিবার। টানা একবছর এই সম্পর্কে থাকার পর এদিন দ্বিতীয়বার বিয়ে সারলেন গায়ক। তাই স্বাভাবিকভাবেই মীনাক্ষীর সাথে দুর্নিবারের বিচ্ছেদের কারণ হিসাবে বারবার উঠে এসেছে মোহরের নাম।

বিয়ে,Marriage,সারেগামাপা,Sa Re Ga Ma Pa,দুর্নিবার সাহা,Durnibar Saha,মীনাক্ষী মুখার্জি,Minakhi Mukherjee,মোহর সেন,Mohor Sen,Troll,ট্রোল,Social Media,সোশ্যাল মিডিয়া,Reply,জবাব

যদিও বরাবরই  এই অভিযোগ অস্বীকার করে এসেছেন মোহর এবং দুর্নিবার দুজনেই। তবে মীনাক্ষীর সাথে বিচ্ছেদের বছর ঘোরার আগেই মোহরের সাথে সম্পর্কে জড়ানোর পরেও কম কটাক্ষ শোনেননি গায়ক।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥