• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ের পিঁড়িতে দুর্নিবার-মীনাক্ষী! আসর মাতালেন স্বস্তিকা -শোভন, ইমন-নীলাঞ্জনেরা, দেখুন ছবি

প্রথমে জি বাংলার (Zee Bangla) সারেগামাপা (Sa re ga ma pa) রিয়েলিটি শো থেকে গানের জগতে নিজের যাত্রা শুরু করেন দুর্নিবার সাহা (Durnibar Saha)।

durnibar saha minakshi mukherjee

আর তারপরেই টলিউড (Tollywood) এর একেরপর এক নামজাদা ছবিতে প্লেব্যাক সঙ্গীতের দৌলতে বিপুল জনপ্রিয়তা কুড়িয়েছেন দুর্নিবার।

durnibar saha minakshi mukherjee

আর এহেন প্রতিভাবান গায়কের সাথে দারুন মানিয়েছে গায়িকা মীনাক্ষি মুখার্জি (Minakshi Mukherjee) কেও। দীর্ঘদিন প্রেমের পর গত ৪ বছর আগেই আইনি মতে অর্থাৎ রেজিস্ট্রি (Registry) বিয়েটা সেরে রেখেছিলেন মীনাক্ষী-দুর্নিবার।

durnibar saha minakshi mukherjee

এবার এক্কেবারে ছাদনাতলায় বসে হাতে হাত রেখে সারাজীবন একসঙ্গে থাকাত অঙ্গিকারবদ্ধ হলেন এই মিউজিক্যাল জুটি। দীর্ঘ কয়েক বছর লিভইন সম্পর্কে থাকার পর অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন গায়ক গায়িকা।

durnibar saha minakshi mukherjee

বিয়ের দিন সম্পূর্ণ সাবেকি সাজেই সেজেছিলেন বর কনে। লাল বেনারসি, সোনার গহনায় অপরূপ দেখিয়সছে মীনাক্ষীকে পাশাপাশি দুর্নিবারের পরনে ছিল সোনালী জরির কাজ করা অপূর্ব পাঞ্জাবি।

durnibar saha minakshi mukherjee

এই তারকা জুটির বিয়ের আসর বসেছিল নিউটাউনের ‘স্বপ্নভোর’ ব্যাঙ্কোয়েটে। বিয়ের মেনুতেও ছিল এলাহি ব্যবস্থাপনা।

durnibar saha minakshi mukherjee

চিংড়ি মালাইকারি, মটন কষা থেকে শুরু করে বিরিয়ানি, চাপ, ফিরনি কিছুই বাদ পড়েনি অতিথিদের পাত থেকে।

durnibar saha minakshi mukherjee

গায়ক গায়িকার বিয়েতে হাজির ছিলেন সদ্য বিবাহিত ইমন-নীলাঞ্জন। ইমনের প্রাক্তন প্রেমিকা শোভন হাজির ছিলেন তার বর্তমান প্রেমিকা স্বস্তিকার সঙ্গে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥