সম্প্রতি সাত পাকে বাঁধা পড়েছেন জনপ্রিয় গায়ক দুর্নিবার সাহা (Durnibar Saha) এবং টলি সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) ব্যক্তিগত জনসংযোগ আধিকারিক ঐন্দ্রিলা সেন (Oindrila Sen) তথা মোহর (Mohor Sen)। যদিও বিয়ের আগে থেকেই নানান কটাক্ষের সম্মুখীন হচ্ছেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় নানান কটাক্ষের শিকার হচ্ছেন ‘সারেগামাপা’ খ্যাত দুর্নিবার ও তাঁর স্ত্রী।
অনেকেই হয়তো জানেন, এটি দুর্নিবারের দ্বিতীয় বিয়ে। আর ঠিক সেই কারণেই তাঁর এবং মোহরের বিয়ে নিয়ে চর্চার অন্ত নেই নেটপাড়ায়। গায়কের প্রথম বিয়ে ভাঙার জন্য অনেকেই আঙুল তুলেছিলেন প্রসেনজিতের ব্যক্তিগত জনসংযোগ আধিকারিকের দিকে। এরপর বিয়ের ছবি প্রকাশ্যে আসার পর থেকেই যুগলের দিকে ধেয়ে আসতে থাকে নানান কটাক্ষ।
যদিও সেসব নেগেটিভিটিকে পাত্তা না দিয়ে দুর্নিবার এবং মোহর বরাবর সুখী থাকার বার্তা দিয়েছেন। সেই সঙ্গেই সরব হয়েছেন অন্যায়ের বিরুদ্ধেও। তবে বিয়ের মতো একটি সুন্দর জিনিসকে কেন্দ্র করে যখন এত বিতর্ক, এত কটাক্ষ শুনতে হয় তখন কারোরই ভালোলাগে না। মোহর-দুর্নিবারও ব্যতিক্রম নন।
সম্প্রতি যেমন ফেসবুকে একথা স্বীকার করে নেন মোহর নিজে। খানিকটা আক্ষেপ নিয়েই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন তিনি। দুর্নিবার-পত্নী জানান, অনেক ইচ্ছা থাকলেও কিছু মানুষের জন্য নিজেদের হানিমুনের (Honeymoon) ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারছেন না তাঁরা।
মোহরের কথায়, ‘হানিমুনের ছবি চেয়েও পোস্ট করতে পারছি না, আপনাদের জন্য। বি দ্রঃ- পাত্তা দিয়েছি ভাববেন না, নিজের এবং আপনজনদের শান্তিকে প্রাধান্য দিয়েছি এবং দেব। তাই’। দুর্নিবার-পত্নী এই পোস্টের কমেন্ট বক্স খুললেই চোখে পড়বে একাধিক ইতিবাচক মন্তব্য।
বিয়ের পর থেকে তাঁদের দিকে ধেয়ে আসা নানান নেতিবাচক মন্তব্যকে পাত্তা না দিয়ে নিজেদের জীবনের নানান সুন্দর মুহূর্তের ছবিগুলি সকলের সঙ্গে শেয়ার করে নেওয়ার পরামর্শ দিয়েছেন অনেকেই। দুর্নিবার-মোহরের পাশে রয়েছেন তাঁদের প্রিয়জন, অনুরাগী এবং শুভাকাঙ্ক্ষীরা। এবার দেখা যাক, নব দম্পতি তাঁদের হানিমুন স্পেশ্যাল ছবি প্রকাশ্যে আনেন কিনা।