• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রাজকীয় বিয়ের পর স্বপ্নের রিসেপশনে দুর্নিবার-মীনাক্ষী, দেখুন ভাইরাল সমস্ত ছবি অ্যালবাম

Published on:

দুর্নিবার মীনাক্ষী Durnibar Minakkhi

জি বাংলার (Zee Bangla) সারেগামাপা (Sa re ga ma pa) রিয়েলিটি শো থেকে গানের জগতে নিজের যাত্রা শুরু করেন দুর্নিবার সাহা (Durnibar Saha)। আর তারপরেই টলিউড (Tollywood) এর একেরপর এক নামজাদা ছবিতে প্লেব্যাক সঙ্গীতের দৌলতে বিপুল জনপ্রিয়তা কুড়িয়েছেন দুর্নিবার।

দুর্নিবার মীনাক্ষী Durnibar Minakkhi

আর এমন প্রতিভাবান গায়কের সাথে দারুন মানিয়েছে গায়িকা মীনাক্ষি মুখার্জি (Minakshi Mukherjee) কেও। রিয়ালিটি শো এর মঞ্চ থেকেই প্রেমের সূত্রপাত হয় দুজনের। দীর্ঘদিন প্রেমের পর গত ৪ বছর আগেই আইনি মতে অর্থাৎ রেজিস্ট্রি (Registry) বিয়েটা সেরে রেখেছিলেন মীনাক্ষি-দুর্নিবার। বাকি ছিল সামাজিক বিয়েটাই (Social Marriage)। অবশেষে ২১ শে ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়েছে এই মিউজিক্যাল জুটি।

দুর্নিবার মীনাক্ষী Durnibar Minakkhi

এবার বিয়ের পর হয়ে গেল দুর্নিবার মীনাক্ষীর রিসেপশন। আর রিসেপশনের এক গুচ্ছ চোখ ধাঁধানো ছবি শেয়ার করলেন দুর্নিবার নিজেই।

দুর্নিবার মীনাক্ষী Durnibar Minakkhi

কোবিডের কারণে বিয়েতে খুব বেশি নিমন্ত্রিতদের জায়গা হয়নি, তেমনি রিসেপশনেও পরিবারের কিছু লোক ও অল্পসংখ্যক বন্ধুবান্ধবী ও কিছু স্পেশাল গেস্ট এসেছিলেন।

দুর্নিবার মীনাক্ষী Durnibar Minakkhi

কলকাতার নিউ টাউনের স্বপ্নভোরে আয়োজিত হয়েছিল দুর্নিবার ও মীনাক্ষীর  গ্রান্ড রিসেপশন। সেখানে দুর্দান্ত সাজে দেখা গিয়েছে দুর্নিবার ও মীনাক্ষীর জুটিকে।

দুর্নিবার মীনাক্ষী Durnibar Minakkhi

এদিন মীনাক্ষীর পরণে ছিল সোনালী রাঙা শাড়ি আর সাথে গা ভর্তি গয়না। মীনাক্ষীর গলার কুন্দনের হারও বেশ নজর কেড়েছে ছবিতে। অন্যদিকে দুর্নিবারের পরণে ছিল টাক্সিডো।

দুর্নিবার মীনাক্ষী Durnibar Minakkhi

টলিউডের সংগীত জগতের তারকার বিয়ে আর তাতে তারকা অতিথি থাকবে না তাও আবার হয় নাকি! এদিন বিয়ের রিসেপশনে হাজির ছিলেন টলিউডের গায়িকা ইমন। ঈমনও কিছুদিন আগেই বিয়ে সেরেছেন বিয়েতে স্বামী নীলাঞ্জনাকে নিয়েই হাজির হয়েছিলেন ইমন চক্রবর্তী।

দুর্নিবার মীনাক্ষী Durnibar Minakkhi

রিসেপশনের অনুষ্ঠানে এসেছিলেন শোভন স্বস্তিকারাও। এদের পাশাপাশি পরিবারের লোকজনদের সাথেও দেখা গিয়েছে নব দম্পতি দুর্নিবার মীনাক্ষীকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥