• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মীনাক্ষী অতীত! বিচ্ছেদের একবছর পরেই দ্বিতীয় বিয়ের পিঁড়িতে ‘সারেগামাপা’ খ্যাত দুর্নিবার

Published on:

Durnibar Mohor Marriage

অবশেষে সমস্ত জল্পনা আর বিতর্কের অবসান ঘটিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় চার হাত এক হল সারেগামাপা খ্যাত দুর্নিবার সাহা আর মোহর সেনের (Durnibar Saha-Mohor Sen)। স্বয়ং টলিউডের (Tollywood) ইন্ডাস্ট্রি বলে পরিচিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) তত্বাবধানে এদিন গোধূলী লগ্নে বিয়ে সম্পন্ন হল তাঁদের। এদিন সকলের প্রিয় বুম্বাদা নিজে দাঁড়িয়ে থেকেই বিয়ে দিলেন মোহর-দুর্নিবারের।

সকলেই মোহর ওরফে ঐন্দ্রিলা সেন হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যের জনসংযোগ আধিকারিক। অভিনেতা যেমন মোহরকে নিজের বোনের মতো ভালোবাসেন মোহরও তেমনি বুম্বাদাকে নিজের দাদার মতোই শ্রদ্ধা করেন।  এটি তো বিয়ে তদারকির সমস্ত দায়িত্ব এদিন প্রসেনজিতের ওপরেই ছেড়েছিলেন মোহর।

দুর্নিবার সাহা,Durnibar Saha,মোহর সেন,Mohor Sen,বিয়ে,Marriage,টলিউড,Tollywood,প্রসেনজিৎ চট্টোপাধ্যায়,Prosenjit Chatterjee,মীনাক্ষী মুখার্জী,Minakshi Mukherjee

কনের তরফের কর্তা হয়ে ধুতি পাঞ্জাবিতে সেজে এদিন সেই দায়িত্বই পালন করতে দেখা গেল অভিনেতাকে। হাজির ছিলেন প্রসেনজিতের ছেলেও। এছাড়া হাজির ছিলেন ইন্ডাস্ট্রির একঝাঁক তারকা। সন্ধ্যা হতেই শুরু হয় অতিথি সমাগম।

দুর্নিবার সাহা,Durnibar Saha,মোহর সেন,Mohor Sen,বিয়ে,Marriage,টলিউড,Tollywood,প্রসেনজিৎ চট্টোপাধ্যায়,Prosenjit Chatterjee,মীনাক্ষী মুখার্জী,Minakshi Mukherjee

প্রসঙ্গত আজ সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল দুর্নিবার মোহরের গায়ে হলুদের ছবি। বিয়ের পিঁড়িতে বসা নববধূ মোহরের পরনে এদিন ছিল টুকটুকে লাল লাল বেনারসি আর মানাসই সোনার গয়না। আর বর বেশে থাকা দুর্নিবারের পরনে এদিন ছিল লাল সুতোর কাজ করা সাদা পাঞ্জাবি।

দুজনের গলাতেই ছিল হালকা গোলাপি গোলাপের মালা। প্রসঙ্গত প্রথম স্ত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের সাথে বিচ্ছেদের জল্পনার মাঝেই ঐন্দ্রিলা ওরফে ওরফে মোহরের সাথে সম্পর্কে জড়ান দুর্নিবার। টানা একবছর এই সম্পর্কে থাকার পর এদিন দ্বিতীয়বার বিয়ে সারলেন দুর্নিবার।

দুর্নিবার সাহা,Durnibar Saha,মোহর সেন,Mohor Sen,বিয়ে,Marriage,টলিউড,Tollywood,প্রসেনজিৎ চট্টোপাধ্যায়,Prosenjit Chatterjee,মীনাক্ষী মুখার্জী,Minakshi Mukherjee

তাই মীনাক্ষীর সাথে দুর্নিবারের বিচ্ছেদের কারণ হিসাবে বারবার উঠে এসেছে মোহরের নাম। যদিও বরাবরই  এই অভিযোগ অস্বীকার করে এসেছেন মোহর এবং দুর্নিবার দুজনেই। তবে মীনাক্ষীর সাথে বিচ্ছেদের বছর ঘোরার আগেই মোহরের সাথে আরও একবার সাতপাক ঘোরায় নেটিজেনদের কম কটাক্ষের মুখে পড়েননি দুর্নিবার।

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥