বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে অন্যতম জনপ্রিয় তারকা জুটি হলেন রাহুল মজুমদার এবং প্রীতি বিশ্বাস (Rahul Majumdar and Prity Biswas)। দুজনেই একই পেশার সাথে যুক্ত থেকেই চুটিয়ে সংসার করছেন এই জুটি। তবে কিছুদিন আগেই টেলিপাড়ায় ডানা মেলেছিল রাহুল প্রীতির বিচ্ছেদের গুঞ্জন। এরইমধ্যে একটি বড় সিদ্ধান্ত (Big Decission) নিয়ে সবাইকে চমকে দিলেন ‘বালিঝড়’এর এই খলনায়িকা।
এমনিতে অভিনয়ের ব্যস্ততার মাঝেই বরাবরই সোশ্যাল মিডিয়ায় (Social Media) দারুন সক্রিয় অভিনেত্রী। কিন্তু এবার এই ভার্চুয়াল জগৎটাকেই বিদায় জানলেন অভিনেত্রী। এদিন স্বামী তথা ‘হরগৌরী পাইস হোটেল’ খ্যাত শংকর অভিনেতা রাহুলকে সঙ্গে নিয়েই লাইভে এসেছিলেন প্রীতি।
সেখানেই অভিনেত্রী জানিয়েছেন কিছুদিন ধরেই নাকি তাঁর মনে হয়েছে সোশ্যাল মিডিয়ায় খুব বেশি সময় দিয়ে ফেলছেন। আর সেই কারণেই ব্রেক নেওয়ার কথা ভেবেছেন তিনি। প্রীতির কথায় ‘আমার পেজ চেক করতে আমি পারব না। আমি দুঃখিত।’
আচমকা প্রিয় অভিনেত্রীর এমন সিদ্ধান্তে মন ভেঙেছে অনুরাগীদের। তাই এদিন প্রীতির ফ্যানরা তাঁর কাছে আর্জি জানিয়েছেন তিনি যেন খুব তাড়াতাড়ি ফিরে আসেন। তবে এদিন প্রীতির এই পোস্ট দেখে ট্রোল করতেও ছাড়েননি নেটিজেনদের একাংশ। তাই কেউ কেউ আবার ব্যঙ্গ করে লিখেছেন তিনি থাকলিও কি না থাকলেও কি! তাতে তাঁদের কিছুই যায় আসে না।
প্রসঙ্গত আজকের দিনে বিনোদন জগৎ হোক কিংবা সাধারণ মানুষের জীবন বলতে গেলে গোটা সমাজে বিচ্ছেদ শব্দটা ভীষণ প্রাসঙ্গিক হয়ে উঠেছে। দিনে দিনে বেড়ে চলেছে ডিভোর্সের সংখ্যা। তেমনই কিছুদিন আগেই শোনা গিয়েছিল তিক্ততা এসেছে রাহুল প্রীতির সম্পর্কে। কিন্তু পরবর্তীতে দেখা যায় নিন্দুকদের মুখে ছাই দিয়ে সুখে শান্তিতেই দিব্যি কাটাচ্ছেন জুটিতে।
তুড়ি মেরে বিচ্ছেদের জল্পনা উড়িয়ে রাহুল প্রীতি দুজনেই হাজির হয়েছিলেন সেলিব্রিটি ক্রিকেট লিগে। এই মুহূর্তে রাহুল প্রীতি দুজনেই অভিনয় করছেন স্টার জলসার আলাদা দুটি সিরিয়ালে। প্রসঙ্গত, ইদানিং দেখা যাচ্ছে একটানা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে করতে বিরক্ত হয়ে যান অনেকেই যা ‘সোশ্যাল ডিটক্স’ নাম পরিচিত। এবার সম্ভবত এই কারণেই আচমকা ভার্চুয়াল জগৎকে বিদায় জানালেন অভিনেত্রী প্রীতি বিশ্বাস।