• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সাঁইবাবার পুজোর সময় সিঁড়ি ভেঙে উঠে এলো গো-মাতা! ভগবানের সাথে পুজিত হল গোরুও

সাঁইবাবা,ভাইরাল,গোমতা,ভাইরাল ভিডিও,গোরু,পুজো,viral,video,viral video

সোশ্যাল মিডিয়ার দৌলতে কত কী যে চোখে পড়ে! একেকটা কান্ড দেখলে যেমন হাসতে হাসতে পেটে খিল ধরে যায়, তেমনই কিছু কান্ড দেখে চোখ কপালে তোলার জোগাড় হয়। সম্প্রতি নেটপাড়ায় ভাইরাল এক ভিডিও দেখে তাজ্জব বনে যাবেন আপনিও।

মানুষ ভক্তির জন্য যে কত কী করে তা আমরা সকলেই জানি। কিন্তু ভক্তি কি শুধু মানুষেরই থাকে? একেবারেই তা নয় জীব জন্তুদের মধ্যেও থাকে ভক্তি। কুকুর যেমন তার প্রভুর জন্য সবকিছু করতে পারে, ভালোবাসা পেলে বাঘ ও যেমন পোষ মানে। তেমনই গোরুরও ভক্তি থাকে। এবার এমনই এক ঘটনা দেখে তাজ্জব বনে গিয়েছে নেটবাসী।

সাঁইবাবা,ভাইরাল,গোমতা,ভাইরাল ভিডিও,গোরু,পুজো,viral,video,viral video

হিন্দু ধর্ম মতে গোরুকে গোমাতা হিসেবে পুজো করা হয় তা আমরা সকলেই জানি। সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, সাঁইবাবার মন্দিরে পুজো দেওয়া হচ্ছিল সাঁইকে আর ঠিক সেই সময়েই একা একাই সিঁড়ি দিয়ে উঠে আসে স্বয়ং গোমাতা। আর ভগবানের সঙ্গে তাকেও করা হল পুজো।

সাঁইবাবা,ভাইরাল,গোমতা,ভাইরাল ভিডিও,গোরু,পুজো,viral,video,viral video

তবে উপরে এসে পুরোহিতকে সে কোনোরকম বিরক্ত করেনি। পুরোহিতই ডালা নয়ে পুজো করে। শেষে ভগবানের মূর্তিতেও মাথা ঠেকিয়ে প্রণাম করতেও দেখা যায় গোমাতাকে৷ এই অভিনব দৃশ্য দেখে তাজ্জব নেটবাসী৷ আর ভিডিওটি ভাইরাল হতেও তাই বেশি সময় লাগেনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥