• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আজও ট্রেন্ডিংয়ে বাদামকাকু, তাই দুর্গাপুজোর থিম ‘কাঁচা বাদাম’! বাদাম খোলা দিয়েই হবে সাজসজ্জা

Published on:

Durgapuja theme on Kacha Badam

বর্তমানে সোশ্যাল মিডিয়া মানুষের দৈনন্দিন জীবনযাপনের অঙ্গে পরিণত হয়েছে। আর এই নেটপাড়ায় প্রতিদিনই নিত্য নতুন জিনিস ভাইরাল (Viral) হতে দেখা যাচ্ছে, কখনো ছবি তো কখনো ভিডিও কতকিছুই না আছে। অনেকেই নিজের ভাগ্য বদলে ফেলেছেন এই সোশ্যাল মিডিয়ার দৌলতেই। এই যেমন নেটপাড়ায় ভাইরাল হয়ে রাতারাতি বিশ্ববিখ্যাত হয়ে যায় ‘কাঁচা বাদাম’ (Kacha Badam)। সামান্য বাদাম বিক্রেতা থেকে সেলিব্রিটি হয়ে পড়েন ভুবন বাদ্যকর (Bhuban Badyakar)।

নেটপাড়ায় মাঝে মধ্যেই হটাৎ করে কিছু ভাইরাল হলে সেটার রেশ কিছুদিন পরেই চলে যায়। কিন্তু ভুবনবাবুর ক্ষেত্রে কিন্তু তেমনটা হয়নি। বছর ঘুরলেও কাঁচা বাদামের জনপ্রিয়তা কিন্তু রয়েই গিয়েছে। আর বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গাপুজোতেও থিম হতে চলেছে ‘কাঁচা বাদাম’।

Bhuban Bayakar Kacha Badam 2 song viral on social media

হ্যাঁ ঠিকই দেখছেন, এবারে আস্ত দুর্গাপুজোর থিম হতে চলেছে কাঁচা বাদাম। আসলে প্রথমবার ভাইরাল হওয়ার পর থেকে এখনও ছোট থেকে বড় সবার মুখেই কাঁচা বাদাম শোনা যাচ্ছে। তাছাড়া, একাধিক মিউজিক ভিডিও থেকে শুরু করে নিত্য নতুন গানও বানিয়ে ট্রেন্ডে থাকছেন বাদামকাকু। এমনকি গতবছরই কুমোরটুলিতে এক মৃৎশিল্পী ভুবন বাদ্যকরের মূর্তি পর্যন্ত বানিয়ে ফেলেছিলেন।

Durgapuja 2022

তাই এবার কাঁচা বাদাম থিমেই হবে দুর্গাপুজো। কোথায় হবে এই কাঁচা বাদাম থিমের দুর্গাপুজো? মালদা জেলার আরতি সঙ্ঘের পুজোতেই এবার দেখা যাবে কাঁচা বাদাম থিম। পুজোর দেবী প্রতিমা সাজানো থেকে কারুকার্য করার জন্য ব্যবহৃত হয়েছে, বাদামের খোলা, কার্ডবোর্ড থেকে শুরু করে রঙিন সুতো। আর এই কাজটি করেছেন শিল্পী সুশান্ত সরকার। তবে একমাত্র এই পুজো নয় এর পাশেই আরও একটি পুজো বেশ চর্চায় উঠে এসেছে। মালদা জেলারই বিশ্বনাথ মোড়ের পুজোতেও নাকি কাঁচা বাদাম থিম থাকছে।

নেটপাড়ায় ইতিমধ্যেই ‘কাঁচা বাদাম’ থিম দুর্গাপুজো ভাইরাল হতে শুরু করেছে। এদিকে শিল্পী সুশান্ত সরকারের মতে মোট ১৯টি দুর্গা প্রতিমা তৈরী করেছেন তিনি। যার মধ্যে কাঁচা বাদাম থিমের প্রতিমা ৮৫ হাজার তাকে বিক্রি করছেন তিনি। তবে পুজো প্রায় চলেই এল বলে, সামনেই মহালয়া তাই বর্তমানে বেশ ব্যস্ত রয়েছেন তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥