প্রেম জমে ক্ষীর সন্দীপ্তার! নতুন প্রেমিকের সাথে ঘুরতে গেলেন ফিলিপিন্সে,রইল ছবি

বাংলা বিনোদন জগতের ব্যাস্ততম সুন্দরী অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন সন্দীপ্তা সেন (Sandipta Sen)। ১৪ বছরের অভিনয় জীবনের শুরু থেই বেশ চর্চায় রয়েছেন বাংলা বিনোদন জগতের এই মিষ্টি নায়িকা। ২০০৮ সালে ষ্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘দুর্গা’ দিয়ে অভিনয় জগতে পা রাখলেও বর্তমানে ছোটো পর্দার গন্ডি ছাড়িয়ে বিনোদন জগতের আরও দুই জনপ্রিয় মাধ্যম সিনেমা এবং ওয়েব সিরিজে দাপিয়ে অভিনয় করছেন সন্দীপ্তা ।



জানা যাচ্ছে তিনি যে প্রযোজনা সংস্থার সাথে যুক্ত, একসময় সেই প্রযোজনা সংস্থাই একসময় সন্দীপ্তার জনপ্রিয় মেগা সিরিয়াল ‘দুর্গা’-র প্রযোজনার দায়িত্বে ছিল। সুযোগ পেলেই সন্দীপ্তা বরাবরই ঘুরতে ভালোবাসেন একথা কমবেশি সকলেই জানেন। সম্প্রতি তেমনি ফিলিপিন্সে (Philippines) ঘুরতে গিয়েছিলেন নায়িকা। সেখানে হাজির ছিলেন অভিনেত্রীর একদল বন্ধুবান্ধব।সেই বন্ধুদের মধ্যেই হাজির ছিলেন অভিনেত্রীর চর্চিত প্রেমিক সৌম্য। জানা যাচ্ছে এই সম্পর্ক নিয়ে দারুন সিরিয়াস নায়িকা। এমনকি তাদের বিয়ের গুঞ্জনও শোনা যাচ্ছে। তবে নায়িকার তরফে এখনও পর্যন্ত নিচিত করা হয়নি কিছুই।তবে এরই মধ্যে এবার সমস্ত জল্পনায় সিলমোহর দিলেন সন্দীপ্তার ‘ভালো বন্ধু’ তথা অভিনেতা রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায়। বন্ধুর উদ্দেশ্যে সংবাদ মাধ্যমে তিনি বলেছেন ”সন্দীপ্তাকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা। ও যেন ভাল থাকে।”