• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রাত পোহালেই শুরু একবছরের অপেক্ষা, রইল ২০২৪ সালের দুর্গাপুজোর দিনক্ষণ সহ নির্ঘন্ট

Published on:

Durga 2024 Puja Date and Time

বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গাপুজো (Durga Puja) এই নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু কথায় আছে, ‘ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন’। ঠিক এমনভাবেই পুজোর ৫টা দিন কেটে গেল। এবার আবারও ৩৬৫ দিনের অপেক্ষা মা দুর্গার ফিরে আসার জন্য। তাই আজ আপনাদের জন্য আগেভাগেই ২০২৪ সালের পুজোর সময়সূচি নিয়ে হাজির বংট্রেন্ড।

মূলত দুর্গাপুজো মানে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত। কিন্তু বর্তমানে মহালয়া থেকেই বাঙালির দুর্গাপূজা নিয়ে উত্তেজনা থাকে তুঙ্গে। শ্রীভূমি থেকে শুরু করে একাধিন প্যান্ডেলে মহালয়ার দিন থেকেই লম্বা লাইন পড়তে শুরু করেছিল। সোশ্যাল মিডিয়াতে একাধিক ভিডিও ভাইরাল হয়েছিল। তবে, এসব থাক, চলুন দেখে নেওয়া যাক।

Durga Puja 2024 Date with day and other info

আসলে দুর্গাপুজোয় দুই ধরণের বাঙালি দেখা যায়। একদল শুরু থেকে শেষ জমিয়ে খাওয়া দাওয়া, প্যান্ডেল হপিং থেকে আড্ডা দিয়ে পুজো উপভোগ করে। অন্যদিকে কিছুজন এমন একটা লম্বা ছুটিতে ঘুরতে যেতে পছন্দ করেন। সমুদ্র, পাহাড় কিংবা কেউ কেউ বিদেশেই চলে যান ভ্রমণের বাসনা পূর্ণ করতে।

অবশ্য আগামী বছরের পুজো নির্ঘন্ট দেখলে মন ভালো হবার বদলে মন খারাপও হয়ে যেতে পারে কেন? কারণ এবছরের মত অক্টোবর মাসের শেষ নয় বরং শুরুর দিকেই পড়েছে পুজো। গান্ধী জয়ন্তী অর্থাৎ ২রা অক্টোবর পড়েছে মহালয়া। যার অর্থ মহালয়ার একটা ছুটি পাওয়ায় যাবে না।

এরপর পঞ্চমী পড়েছে ৮ই অক্টোবর মঙ্গলবার। ষষ্ঠী ৯ই অক্টোবর বুধবার। তারপর বৃহস্পতিবার অর্থাৎ ১০ই অক্টোবর সপ্তমী। এর ঠিক পরেই ১১ই অক্টোবর অষ্টমী। বোঝাই যাচ্ছে, নবমী আর দশমী পড়েছে ১২ ও ১৩ তারিখ যেটা হল শনিবার ও রবিবার। সুতরাং মহালয়া থেকে দশমীর মাঝে দুটো ছুটি মার গেল চাকুরিজীবীদের। এরপর লক্ষীপুজো পড়েছে শুক্রবার অর্থাৎ ১লা নভেম্বর।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥