• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

লক্ষ্মীকাকিমার আদরের দুলালের মুকুটে নতুন পালক! অভিনয়ের পাশাপাশি পা গলাচ্ছেন নতুন জুতোয় 

Published on:

সৌভিক ব্যানার্জি,Souvik Banerjee,লক্ষ্মী কাকিমা সুপারস্টার,Lokhi Kakima superstar,দুলাল,Dulal,মিউজিক ভিডিও,Music Video

বাংলা টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় একজন অভিনেতা হলেন সৌভিক ব্যানার্জি (Souvik Banerjee)।  অভিনয় জীবনের বয়স বেশি দিন না হলেও অল্পদিনেই দর্শকমহলে বেশ জনপ্রিয়তা পেয়েছেন এই অভিনেতা। যার ফলে দর্শকমহলেও ব্যাপক ফ্যান ফলোয়িং রয়েছে অভিনেতার। এই মুহূর্তে অভিনেতাকে দেখা যাচ্ছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক লক্ষ্মী কাকিমা সুপারস্টারে (Lokhi Kakima superstar)।

এই ধারাবাহিকে তিনি লক্ষ্মী কাকিমার ছোট ছেলে দুলালের (Dulal) চরিত্রে অভিনয় করছেন। তবে এই প্রথম নয় ইতিপূর্বে আরো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন সৌভিক।প্রসঙ্গত  যারা কালার্স বাংলার  নিয়মিত দর্শক তারা তাকে নিশ্চয়ই চিনতে পারবেন।  এক সময় তিনি এই চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই আমি যে তোমার’-এ বেশ কিছুদিন মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন।

সৌভিক ব্যানার্জি,Souvik Banerjee,লক্ষ্মী কাকিমা সুপারস্টার,Lokhi Kakima superstar,দুলাল,Dulal,মিউজিক ভিডিও,Music Video

এই ধারাবাহিকেও তার বিপরীতে ছিল তার বর্তমান  সিরিয়ালের নায়িকা হংসিনী অভিনেত্রী শার্লি মোদক (Sharly Modak)।  কিন্তু সেই সময় করোনা সংক্রমণের জেরে লকডাউনের কারণে মাঝপথে বন্ধ হয়ে গিয়েছিল এই সিরিয়ালের শুটিং। এছাড়াও এই অভিনেতাকে দেখা গিয়েছিল জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘আলো ছায়া’-তে।

সেকেন্ড লিড ছায়ার বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। এই মুহূর্তে তাকে দেখা যাচ্ছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘লক্ষ্মীকাকিমা সুপারস্টার’ সিরিয়ালে। ধারাবাহিকের প্লট অনুযায়ী তার স্বপ্ন সুপারস্টার হওয়ার।বাংলার জনপ্রিয় অভিনেতা দেবের ভীষণ বড় ফ্যান তিনি।তাই তার ইচ্ছা দেবের মতই একদিন বিরাট মাপের সুপারস্টার।

সৌভিক ব্যানার্জি,Souvik Banerjee,লক্ষ্মী কাকিমা সুপারস্টার,Lokhi Kakima superstar,দুলাল,Dulal,মিউজিক ভিডিও,Music Video

এ-তো গেল সিরিয়ালের কথা।  তবে এবার বাস্তব জীবনে লক্ষ্মী কাকিমার আদরের দুলাল অর্থাৎ সৌভিকের মুকুটে জুড়ছে নতুন পালক। খুব শীঘ্রই নতুন জুতোয় পা গলাতে চলেছেন এই অভিনেতা। এবার সিরিয়ালে অভিনয়ের পাশাপাশি নতুন মিউজিক ভিডিওতে অভিনয় করবেন সৌভিক। সম্ভবত এটিই তার প্রথম মিউজিক ভিডিও (Music Video) হতে চলেছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥