• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিলেত ফেরত বৌদির সাথে সম্পর্কে জড়ালো কচি দেওর! গা গরম করা এই ওয়েব সিরিজ না দেখলেই চরম মিস

সারাদিনে কাজের ফাঁকে কিংবা কাজের শেষে বিনোদনের প্রয়োজন হয়। কেউ সিরিয়াল বা সিনেমা দেখে সময় কাটান তো কেউ আবার ওয়েব সিরিজের ফ্যান হয়। তবে এমন কিছু ভিডিও বা সিরিজ রয়েছে জেতার চাহিদা সর্বদায় থাকে তুঙ্গে। হ্যাঁ ঠিক ধরেছেন বোল্ড ওয়েব সিরিজ (Bold Web Series) ও শর্ট ফিল্মের (Bold Shortfilm) কথাই বলছি।

আসলে বর্তমানে টেকনোলজির উন্নতির ফলে স্মার্টফোনেই সিনেমা হল হাজির হতে পারে। তাছাড়া অনলাইন ওটিটি প্লাটফর্মের দৌলতে প্রত্যেকেই নিজের পছন্দের জিনিস যখন যেখানে খুশি দেখতে পারেন। এই কারণেই রাত নামলেই কিছু বিশেষ ভিডিওর ভিউ হু হু করে বাড়তে থাকে। আজ এমনই একটি ওয়েব সিরিজ সম্পর্কে আপনাদের জানাবো।

   

Bull Originals Dubai Bhauji Trailer

আজকাল সকলের কাছেই সময়ের অভাব। সিরিয়াল হোক বা সিনেমা ঝটপট দেখতে পারলেই যেন ভালো হয়। তাই মডার্ণ যুগের সলিউশন হিসাবে হাজির হয়েছে শর্ট ফিল্ম। বিশেষ করে ঘনিষ্ঠ দৃশ্য থাকলে হু হু করে ভাইরাল হয়ে এই শর্টফিল্ম। এই সুযোগকেই কাজে লাগিয়ে কিছু মানুষ বোল্ড শর্টফিল্ম বানাচ্ছেন। যা দেখে রীতিমত মজা তুলছে পাবলিকে।

আরও পড়ুনঃ কয়েক মিনিটেই পয়সা উসুল! দরজা লাগিয়ে দেখুন স্বামী-স্ত্রীর কর্মকান্ড, উত্তেজনা সামলাতে পারবেন না

আজ আপনাদের এমনই একটা গা গরম করে দেওয়ার মত ওয়েব সিরিজ সম্পকে জানাবো। দর্শকেরা অনেকেই জানেন ভোজপুরি ভিডিও মানেই তাতে রোম্যান্স থাকে বাঁধভাঙা। তবে এবার সেই মাত্রা আরও ছাড়িয়েছে। বুল অরিজিনালসে আসছে নতুন সিরিজ ‘দুবাই ভাউজি’। যা রীতিমত গা গরম করে দেবে।

এই সিরিজের গল্পে দকেহা যাবে দুবাই থেকে ফিরেছে বৌদি আর সাথেই ঘনিষ্ট সম্পর্কে মাতল দেওর। কলা গাছের বাগানের মাঝেই শুরু হল শরীরী খেলা। ইতিমধ্যেই ওয়েব সিরিজের ছোট্ট একটা ট্রেলার রিলিজ হয়েছে। তাতেই গা গরম হয়ে গিয়েছে দর্শকদের। ২৬ হাজার পেরিয়েছে ভিউ। আপনিও দেখতে চান? তাহলে নিচেই রইল ট্রেলার ভিডিও।