সত্যি আজব আমাদের দেশ! কোথাও স্বামী স্ত্রী প্রেমে একেবারে গদগদ তো কোথাও আবার নেশাখোর স্বামীর (Drunk Husband) হাতে অত্যাচারিত স্ত্রী। সোশ্যাল মিডিয়াতে হাজারো ভাইরাল ভিডিওর (Viral Video) ভিড়ে কত কিছুই দেখার থাকে। আজকাল আবার শর্ট ভিডিও মেকিং অ্যাপের চাহিদা বেড়েছে অনেক বেশি। সেখানে প্রচুর ভিডিও শেয়ার হয় প্রতিদিন যা লক্ষ লক্ষ দর্শকের কাছে নিমেষের মধ্যে পৌঁছে যায় আর তা শেয়ার হতে হতে ভাইরাল হয়ে পরে ঝড়ের বেগে।
ভাইরাল এই ভিডিওগুলিতে কখনো স্বামী স্ত্রীর প্রেম তো কখনো আবার ঝগড়া দেখতে পাওয়া যায়। তবে, নেশা করে বাড়ি ফিরে অশান্তি করার খবর তো হামেশাই মিলছে প্রতিদিন। কিন্তু এবার একেবারে উলটপুরাণ। স্ত্রীর হাতে উদ্যম মার খেল নেশাখোর স্বামী। আর সেটা আবার ভিডিও করে শেয়ার হয়েছে সোশ্যাল মিডিয়াতে বহুবাহুল্য সেটি ভাইরাল ভিডিওতে পরিণত হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে একটা খুঁটির মত কিছুর সাথে দড়ি দিয়ে আষ্টে পৃষ্ঠে বাঁধা অবস্থায় মাটিতে পড়ে রয়েছে এক ব্যক্তি। ভিডিও দেখলে বোঝাই যাচ্ছে ওই ব্যক্তি নিজের হুশ খুইয়েছেন। অতিরিক্ত নেশার ফলেই এই হাল তাঁর। তাই দড়ি দিয়ে বেঁধে এক মহিলা তাকে লাঠি দিয়ে মেরে একেবারে শুটিয়ে লাল করে দিয়েছেন।
ভিডিওটি ভালোভাবে দেখলে দেখা যায় যে মাটির মেঝে ও টিনের চাল রয়েছে। পরিবারের আর্থিক পরিস্থিতি যে খুব একটা ভালো নয় তা বোঝাই যাচ্ছে। সেখানে নেশার পেছনে টাকা খরচ করলে বউ তো রেগে যাবেই। আর হয়েছেও তাই! নেশাগ্রস্ত স্বামীকে নেশা করে বাড়ি ফিরতে দেখে বেজায় রেগে দড়ি দিয়ে বেঁধে শুরু করেছেন ধোলাই।
মাত্র ৩১ সেকেন্ডের এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার হবার পর থেকেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে পড়েছে। ভিডিওটি শেয়ার হবার সাথে ক্যাপশনে লেখা রয়েছে, ‘স্বামীকে মদ্যপান করতে ধরে ফেলেছে স্ত্রী’।আর ধরা পরেই মদ্যপ স্বামীর কপালে জুটেছে বেধড়ক মার।
https://twitter.com/Ayravata/status/1305046575899578368