• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বড় খবর! রিয়ার বাড়ি থেকে মিলল দেড় কেজি চরস, হতে পারে ১০ বছরের জেল

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বি-টাউনের একের পর এক কেলেঙ্কারি প্রকাশ্যে এসেছে। নেপোটিজমের পর উঠে এসেছে ড্রাগ চক্রের প্রসঙ্গ। সেই তদন্তেই নাম জড়িয়েছে সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীর। তদন্তে রিয়ার মুখ থেকেই উঠে আসে আরও ২৫ জন বলিউড তারকার নাম। এরপর ড্রাগ মামলায় রিয়া ও তার ভাই সৌভিককে গ্রেফতার করে NCB।

এবার এর মাঝেই উঠে এলো বড় খবর! খবর সামনে আসতেই চাঞ্চল্য গোটা বলি-পাড়ায়। সূত্রের খবর, রিয়া চক্রবর্তীর বাড়ি থেকে দেড় কিলো চরস উদ্ধার করেছে NCB। এই খবর সম্পূর্ণ সত্যি হলে আগামীতে আরও বড় বিপদের সম্মুখীন হতে পারে রিয়া। এক্ষেত্রে রিয়া ও শৌভিকের কমপক্ষে ১০ বছরের জেল হতে পারে বলেও মনে করা হচ্ছে।

অন্যদিকে NCB আরও আক্রমনাত্মক হয়ে স্পষ্ট জানিয়েছে, আমরা সুশান্ত মামলার তদন্ত করছি না, মাদক মামলার তদন্ত করছি। NCB সুত্রে খবর, ইতিমধ্যেই এই মামলায় প্রায় ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের প্রত্যেকের কাছেই পাওয়া গেছে মাদক।

আরও জটিল হচ্ছে বি-টাইনের মাদক যোগ প্রসঙ্গ। সম্প্রতি NCB একটি সংবাদমাধ্যমকে জানিয়েছে বলিউডের ড্রাগ চক্রের পিছনে রয়েছে যে ‘মাস্টারমাইন্ড’ তিনি একজন নামজাদা অভিনেতা। অতীতে সুপার মডেল হিসেবেও নাকি খ্যাতি কুড়িয়েছেন তিনি। তার অঙ্গুলিহেলনেই বলিপাড়ায় নাকি মাদক চক্র চলে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥