• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভাইজানের জামান শেষ! বলিউডের সুদিন ফিরিয়ে সর্বোচ্চ আয়কারী ১০ ছবির মধ্যে নাম তুলল ‘দৃশ্যম ২’

Published on:

Ajay Devgan Drishyam 2 movie enters Top 10 Highest Boc Office Collection Movies

চলতি বছর বলিউডের (Bollywood) একাধিক সিনেমা বক্স অফিসে ছাপ ফেলতে ব্যর্থ হয়েছে। একাধিক সুপারস্টারের সিনেমা দর্শকদের মন জয় করতে ব্যর্থ হয়েছে। কিন্তু ব্যতিক্রম হলেন অজয় দেবগণ। তিনি আরও একবার প্রমাণ করে দিলেন ভালো কনটেন্ট থাকলে দর্শকরা সেই সিনেমা নিশ্চয়ই দেখবে। আর শুধুমাত্র ভালো কনটেন্টের জোরেই বয়কটের মরসুমেও বক্স অফিসে রমরমিয়ে চলছে ‘দৃশ্যম ২’ (Drishyam 2)।

অজয় দেবগণ, তাব্বু, শ্রিয়া শরণ অভিনীত এই সিনেমা বছর শেষের আগে বলিউডকে ঘুরে দাঁড়ানোর আশা দেখিয়েছে। নতুন বছর আসার আগেই হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষদের মুখে হাসি ফুটিয়েছে। সেই সঙ্গেই বক্স অফিসেও গড়ে চলেছে একাধিক রেকর্ড।

Drishyam

‘দৃশ্যম ২’ ইতিমধ্যেই আয়ের নিরিখে ১৫০ কোটির গণ্ডি পেরিয়ে গিয়েছে। রিলিজের ১৩ দিনের মধ্যেই ১৫৯.৩৯ কোটি টাকা আয় করে ফেলেছে ছবিটি। চলচ্চিত্র বিশেষজ্ঞদের অনুমান, এখনও পর্যন্ত অজয়ের সিনেমা যেভাবে ব্যবসা করছে তাতে ২০০ কোটির গণ্ডি পেরনো স্রেফ সময়ের অপেক্ষা।

তবে ২০০ কোটির গণ্ডি পেরোতে না পারলেও ইতিমধ্যেই কিন্তু বক্স অফিসে একটি বড় রেকর্ড গড়ে ফেলেছে ‘দৃশ্যম ২’। বলিউডের ইতিহাসের সবচেয়ে সফল সিক্যুয়েল ছবির লিস্টে নিজের নাম তুলে ফেলেছে অজয়-তাব্বুর সিনেমা। সলমন খানের ‘দাবাং ২’কে পিছনে ফেলে নবম স্থানে উঠে এসেছে এই ছবি।

Dabangg 2 Drishyam 2

সিক্যুয়েল মানেই সেই ছবি বক্স অফিসে হিট হবে এমন একটি প্রচলিত ধারণা রয়েছে। কারণ সেই ফ্র্যাঞ্চাইজির আগের ছবি দ্বিতীয় ছবির জন্য আগে থেকেই মার্কেট তৈরি করে রাখে। যদিও সব সময় এমনটা যে হয় তা কিন্তু নয়। তবে ‘দৃশ্যম ২’এর দারুণ কনটেন্ট ও দুর্দান্ত অভিনয়ের সৌজন্যে কিন্তু এই বিষয়টি সত্যি হয়েছে।

প্রসঙ্গত, বলিউডের সর্বকালের সেরা সিক্যুয়েল ছবির তালিকা যদি দেখা হয়, তাহলে ‘দৃশ্যম ২’এর আগে রয়েছে এখনও ৯টি সিনেমা। শীর্ষে রয়েছে সলমন খানেরই ‘টাইগার জিন্দা হ্যায়’। সেই ছবির বক্স অফিস কালেকশন ছিল ৩৩৯.১৬ কোটি টাকা। অজয়-তাব্বুর ছবি যদি সলমনের এই সিনেমাকেও টপকে যায় তাহলে নিঃসন্দেহে অনেক বড় ব্যাপার হবে। কিন্তু যদি নাও টপকাতে পারে তাহলেও ‘দৃশ্যম ২’এর রমরমা বাজার দেখে মনে হচ্ছে চলতি সপ্তাহের মধ্যেই নবম থেকে অন্তত পঞ্চম কিংবা ষষ্ট স্থানে ঠিক উঠে আসবে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥