গত বছরটা বলিউডের (Bollywood) জন্য একেবারেই ভালো যায়নি। হাতে গোনা কয়েকটি সিনেমা বাদে মুখ থুবড়ে পড়েছে প্রত্যেকটি ছবি। গত বছর বলিউডের মুখরক্ষা করেছে যে সিনেমাগুলি, তার মধ্যে একটি হল অজয় দেবগণের ‘দৃশ্যম ২’ (Drishyam 2)। অবশ্য এই ছবির জাদু কিন্তু রিলিজের প্রায় দু’মাস পরেও বহাল রয়েছে। হলিউডের ‘অবতার ২’কে (Avatar 2) টেক্কা দিয়ে ভালো ব্যবসা করছে এই অজয়ের সিনেমা।
এই মুহূর্তে প্রেক্ষাগৃহে ‘অবতার ২’ এবং ‘দৃশ্যম ২’ ছাড়াও আরও বেশ কয়েকটি চলছে। রণবীর সিংয়ের ‘সার্কাস’ (Cirkus) এবং রীতেশ দেশমুখ-জেনেলিয়া ডি’সুজা অভিনীত ‘বেড়’ (Ved)। বক্স অফিস কালেকশনের নিরিখে রণবীরের ছবি চরম ব্যর্থ হয়েছে।
বড়দিনের সময় রিলিজ করেছিল রোহিত শেট্টি পরিচালিত ‘সার্কাস’। ফ্যামিলি এন্টারটেইনার এই ছবিটি দর্শকদের মনে ছাপ ফেলতে ব্যর্থ। কলাকুশলীদের অভিনয়ও একেবারেই ভালোলাগেনি তাঁদের। ১৫০ কোটির বাজেটে তৈরি এই সিনেমা শুক্রবার মাত্র ৪৫ লাখ টাকা আয় করেছে। ছবির মোট বক্স অফিস কালেকশন এখন এসে দাঁড়িয়েছে ৩৬.৮২ কোটি টাকায়।
অপরদিকে রীতেশ-জেনেলিয়া অভিনীত মারাঠি ছবি ‘বেড়’ দর্শকদের বেশ ভালোলেগেছে। আদ্যোপান্ত এই লাভ স্টোরিটি শুক্রবার ২.৭০ কোটি টাকা আয় করেছে। ছবির মোট বক্স অফিস কালেকশন এখন এসে দাঁড়িয়েছে ২০.৬৭ কোটি টাকায়।
তবে হলিউডের মেগা বাজেট ছবি ‘অবতার ২’এর চোখে চোখ রেখে লড়াই করছে যে সিনেমা সেটি হল ‘দৃশ্যম ২’। রিলিজের প্রায় ৫০ দিন হয়ে গেলেও দর্শকরা ‘দৃশ্যম’ জ্বরে কাবু। শুক্রবার অজয়-তাব্বুর ছবি ৪০ লাখ টাকা কামিয়েছে। ছবিটির মোট বক্স অফিস কালেকশন ২৩৭.১৬ কোটি টাকা।
হলিউডের ‘অবতার ২’ও রিলিজের এতদিন পরেও ভালো টাকা কামাচ্ছে। জেমস ক্যামেরুনের ছবি শুক্রবার ঘরে তুলেছে ৪.২৫ কোটি টাকা। ছবির মোট কালেকশন ৩৫৮.২০ কোটি টাকায় এসে দাঁড়িয়েছে। যদিও এক্ষেত্রে মনে রাখতে হবে, ‘দৃশ্যম ২’ রিলিজের প্রায় এক মাস পর ‘অবতার ২’ রিলিজ করেছে। সেক্ষেত্রে এক মাস আগে রিলিজ করেও অজয়ের ছবি যে এখনও দর্শকদের মুগ্ধ করতে পারছে, সেটি নিঃসন্দেহে অনেক বড় ব্যাপার।