সকালেই খবর মিলেছে হাসপাতালে ভর্তি বিখ্যাত গায়ক ‘অরিজিৎ সিং (Arijit Singh)’ এর মা। যেমনটা জানা গিয়েছে করোনা আক্রান্ত হয়েছেন গায়কের মা। আর তাঁর শরীরে প্লেটলেটের সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। বর্তমানে অরিজিৎ এর মায়ের জন্য প্রয়োজন A – রক্তের। গায়কের মায়ের রক্তের ব্লাড গ্রুপটি একেবারেই বিরল প্রজাতির। তাই এই আবেদনের পোস্ট ইতিমধ্যেই ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে।
অরিজিৎ সিংয়ের এই দুঃসময়ে এগিয়ে এসেছেন টলিউডের সেলেব্রিটি শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) ও সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukhopadhyay)। তারা নিজেদের সোশ্যাল মিডিয়াতে এই আবেদনটি শেয়ার করেছেন। যাতে দ্রুত সাহায্যের খোঁজ পাওয়া আরো সহজ হয়। আর সেই পোস্ট বর্তমানে ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে।
সাহায্য়ের আবেদন করার পর প্রচুর মানুষের থেকে সাহায্য পেয়েছেন তিনি। আর সাহায্য পাবার পর নিজেই জানিয়েছেন সেই কথা। তিনি জানিয়েছেন, মায়ের জন্য প্রয়োজনীয় রক্তের ব্যবস্থা করা হয়েছে ইতিমধ্যেই। স্বেচ্ছাসেবী সংস্থা ব্লাডমেইটস এর তরফ থেকে সাহায্য পেয়েছেন তিনি। তবে এমন কঠিন সময়েও নিজের মানবিক দিকের নজির গড়লেন গায়ক অরিজিৎ সিং।
বরাবরই সেলেব্রিটিদের থেকে একেবারেই আলাদা মানসিকতা দেখা গিয়েছে অরিজিটি সিং এর মধ্যে। নিজেকে কোনো সেলেব্রিটি না ভেবে সামান্য একজন হিসাবে থাকতেই পছন্দ করেন তিনি। সাহায্যের আবেদনে এতো মানুষের থেকে সাহায্যে পেয়ে আপ্লুত তিনি। তাই পরিস্থিতি সামলে ফেসবুকে নিজেই একটি বার্তা দিয়েছে অরিজিৎ সিং।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘যাঁরা আমার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ, আমি অরিজিৎ সিং বলে বেশি চিজটা করার দরকার নেই। আমাদের প্রত্যেককেই সমানভাবে শ্রদ্ধা ও সাহায্য করতে হবে। তবেই আমরা এই মহামারী বিপর্যয়ের থেকে রক্ষা পাব। আমায় যারা সাহায্য করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। তবে মনে রাখবেন, আমরা সকলেই মানুষ। আর প্রত্যেকেই সমানভাবে গুরুত্বপূর্ণ’।
এমন কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়েও অভিনেতার এই পোস্টের প্রশংসা করেছেন সকলেই। সাথে তিনি যে কতটা বড় অধিকারী সেটাও বোঝা যায় তার এই বার্তা থেকেই। তবে এখনো পর্যন্ত মায়ের অসুস্থতার কারণ নিয়ে এখনো কোনো কথাই জানা যায়নি তার তরফ থেকে।