• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কদিন জেলে থেকেই হালুয়া টাইট, ‘আমি কোনও বদলা নিতে চাই না’! বিতর্কিত টুইট মুছে লিখলেন KRK

Published on:

KRK says he doesn’t need any revenge from anyone, netizens reacts

রিলিজের আগে একাধিক বিতর্কের মুখে পড়া থেকে বয়কটের ডাক উঠেছিল। কিন্তু রিলিজের পর থেকে বক্স অফিসে ঝড় তুলেছে ‘ব্রহ্মাস্ত্র’ (Brahmastra)। তবে দর্শকরা ছবিটি নিয়ে একজনের মশালাদার রিভিউ খুব মিস করছিলেন। তিনি আর কেউ নন, বরং বলিউডের বিতর্কিত চলচ্চিত্র সমালোচক কেআরকে (KRK)। গত কয়েক সপ্তাহ ধরে শ্রীঘরে থাকার কারণে ‘ব্রহ্মাস্ত্র’ রিভিউ করতে পারেননি তিনি।

তবে এখন জামিনে ছাড়া পেয়েছেন স্বঘোষিত এই চলচ্চিত্র সমালোচক। তাই স্বাভাবিকভাবেই কেআরকে ভক্তরা আশা করেছিলেন এবার হয়তো একটি ধামাকেদার ‘ব্রহ্মাস্ত্র’ রিভিউ আসতে চলেছে। কিন্তু সেসব আশায় জল ঢেলে দিলেন তিনি। রিভিউ তো দূরে থাক, এখন নিজের মুখে কুলুপ এঁটে রাখতে চাইছেন কেআরকে।

KRK

বিতর্কিত টুইট এবং একজন মডেল-অভিনেত্রীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল কেআরকে’কে। বেশ কয়েকদিন শ্রীঘরে থাকার পর জামিনে ছাড়া পেতেই চেনা মেজাজে তিনি টুইটারে লিখেছিলেন, ‘আমি বদলা নিতে চলে এসেছি’। তাঁর ‘বদলা’ টুইট দেখে নেটিজেনদের একাংশ ভেবেছিলেন, এই বার্তা হয়তো তিনি করণ জোহরকে দিতে চাইছেন। কারণ শোনা গিয়েছিল, ধর্মা প্রোডাকশনের কর্ণধার নিজের পরিচিতি ব্যবহার করে কেআরকে’কে জেলে আটকে রেখেছিলেন যাতে তিনি ‘ব্রহ্মাস্ত্র’র রিভিউ না করতে পারেন।

Karan Johar in Koffee With Karan

কিন্তু কোথায় কী! দিন ঘুরতে না ঘুরতে সেই টুইট মুছে দিলেন কেআরকে। শুধু তাই নয়, ভাইরাল হওয়া সেই টুইট মুছে দিলেন ‘শান্তি’র বার্তাও দিলেন বলিপাড়ার এই বিতর্কিত সমালোচক। আর তা দেখামাত্রই কেআরকে’কে নিয়ে নেটপাড়ায় জোর খিল্লি শুরু হয়ে গিয়েছে।

কেআরকে নিজের সাম্প্রতিক টুইটে লিখেছেন, ‘সংবাদমাধ্যম নতুন গল্প তৈরি করছে। আমি ফিরে এসেছি এবং নিজের বাড়িতে সুরক্ষিত রয়েছি। আমি কারোর থেকে কোনও বদলা নিতে চাই না। আমার সঙ্গে যা খারাপ জিনিস ঘটেছে আমি ভুলে গিয়েছি। আমি বিশ্বাস করি, আমার ভাগ্যে এটা লেখা ছিল’।

আর ব্যস, এই টুইট দেখামাত্রই কেআরকে’কে নিয়ে চরম খিল্লি শুরু করেছেন নেটাগরিকদের একাংশ। একজন যেমন লিখেছেন, ‘বেচারা কেআরকে। মেরে মেরে হয়তো এনাকে ফুলিয়ে দিয়েছে’। আর একজন নেটিজেন আবার লিখেছেন, ‘স্যার জেল রিভিউ এবং ব্রহ্মাস্ত্র রিভিউ দু’টো একসঙ্গেই করে ফেলুন’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥