প্রসঙ্গত তারকাদের নিয়ে সংবাদমাধ্যমে ভুল খবর রটার বিষয়টি নতুন নয়। মাঝেমধ্যেই দেখা যায় শুধুমাত্র অনুমানের ভিত্তিতেই তারকাদের সম্পর্কে ভুয়ো খবর নিমেষের ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ার পাতায়। কিছুদিন আগে এমনটাই হয়েছিল বাংলা বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় জুটি দোলন রায় (Dolon Roy) এবং তার স্বামী দীপঙ্কর দে (Dipankar Dey)-কে নিয়েও।
ঠিক কি হয়েছিল সেদিন! আসলে নতুন বছরের শুরুর দিনেই সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেছিলেন ‘আমি ভালো নেই’! এর বেশি একটাও শব্দ খরচ করার নেই অভিনেত্রী। কিন্তু তাতেই নেট মাধ্যমে ছড়িয়ে পড়ে গুজব। শুধুমাত্র অনুমানের ভিত্তিতেই নেট পাড়ায় রটে যায় অসুস্থ হয়ে পড়েছেন দোলনের স্বামী তথা বর্ষীয়ান অভিনেতা দীপঙ্কর দে।
বর্তমানে এই অভিনেতার বয়স ৭৮ বছর। এমনকি এও শোনা যায় দোলনের অসুস্থ স্বামী দীপঙ্কর দে ভর্তি রয়েছেন কলকাতার হাসপাতালে। কিন্তু আসল সত্যিটা কি? সম্প্রতি তা জানতেই এই সময় ডিজিটাল এর তরফে যোগাযোগ করা হয়েছিল অভিনেত্রীর সাথে। বেশ খানিকটা ক্ষোভ উগরে দিয়েই অভিনেত্রীর জবাব ‘কিছু সংবাদমাধ্যম এই ধরনের খবর পরিবেশন করছে। কেন জানিনা’।
সেইসাথে অভিনেত্রীর পাল্টা প্রশ্ন ‘এসব খবর করলেই হল’! এরপরেই সেদিনের সেই পোস্টের আসল কারণ জানিয়ে অভিনেত্রী বলতে শুরু করেন ‘আমি সত্যিই একটু সমস্যায় ছিলাম। গত বছরের শেষটা ভালো কাটেনি’। আসলে ওই সময় হাসপাতলে ভর্তি ছিল অভিনেত্রীর দাদার ছেলে। এমনকি আইসিইউ তেও রাখা হয়েছিল তাকে।
যদিও এখন তাকে নরমাল বেডে নিয়ে আসা হয়েছে। কিন্তু এসবের সাথে তার স্বামী অর্থাৎ অভিনেতা দীপঙ্করদের কোন যোগ নেই বলে স্পষ্ট জানিয়েছেন অভিনেত্রী। যাবতীয় গুজব নস্যাৎ করে দিয়ে খানিকটা বিরক্ত হয়েই দোলন রায়ের পাল্টা প্রশ্ন ‘এর সঙ্গে টিটোদার সম্পর্ক কি? কেউ লিখেছে উনি অসুস্থ, কেউ লিখেছে মারা গিয়েছেন। ইয়ার্কি এগুলো’?