বাংলা টেলিভিশন জগতের একজন দাপুটে অভিনেত্রী হলেন দোলন রায় (Dolon Roy)। ছোটপর্দার মত বড় পর্দাতেও তিনি কাজ করেছেন চুটিয়ে। যদিও ইদানীং বাংলা সিরিয়ালেই (Bengali Serial) অনেক বেশী দেখা যায় অভিনেত্রীকে। বেশিরভাগ সময়েই অভিনেত্রীকে দেখা গিয়েছে মায়ের চরিত্রে অভিনয় করতে। এই মুহূর্তে অভিনেত্রীকে দেখা যাচ্ছে কালার্স বাংলা জনপ্রিয় ধারাবাহিক ‘টুম্পা অটোওয়ালি’ (Tumpa Autowali)-তে।
তবে শোনা যাচ্ছে এইমুহূর্তে অভিনেত্রীর কাছে রয়েছে আরও একটি নতুন ধারাবাহিকে অভিনয়ের সুযোগ। প্রসঙ্গত দর্শকমহলে দিনে দিনে বাড়তে থাকা সিরিয়ালের চাহিদাকে কেন্দ্র করে একের পর এক নিয়ে আসা হচ্ছে নিত্য নতুন সিরিয়াল। স্টার জলসা হোক কিংবা সান বাংলা বা অথবা কালার্স বাংলা সকালেই যেন নতুন নতুন সিরিয়াল নিয়ে আসার প্রতিযোগিতায় নেমেছে।

ইতিমধ্যেই পাইপ লাইনের রয়েছে স্টার জলসার নতুন সিরিয়াল ‘হরগৌরী পাইস হোটেল’। ছোটবেলার রূপকথার কাহিনী নিয়ে আসছে নতুন সিরিয়াল ‘বিক্রম বেতাল’। এরই মধ্যে শুরু হতে চলেছে সান বাংলার বহু প্রতিক্ষীত মেগা সিরিয়াল ‘আলোর ঠিকানা’ (Alor thikana)। এই ধারাবাহিকের হাত ধরে দর্শকরা পাচ্ছেন নতুন জুটি দেবাদৃতা বসু এবং জন ভট্টাচার্যকে।

ইতিমধ্যেই জানা গিয়েছে এই ধারাবাহিকে থাকছেন বাংলা ইন্ডাস্ট্রির বেশ কয়েকজন অভিজ্ঞ অভিনেতা -অভিনেত্রীরাও। তাদের মধ্যেই অন্যতম হলেন প্রবীণ অভিনেত্রী দোলন রায়। এই ধারাবাহিকেও তাকে মায়ের চরিত্রেই দেখা যাবে। এই ধারাবাহিকে তিনি তার সন্তানদের কাছে ভীষণ আদরের একটা জায়গা আবার শাশুড়ি হিসেবেও তিনি অত্যন্ত আধুনিক।
সেইসাথে চরিত্রটার মধ্যে রয়েছে বেশ কিছু গ্রে শেড। এই চরিত্রটাই আবার সংসার সামলে খুব সহজেই সামলে নিতে পারে ব্যবসার কাজও। ধারাবাহিকে আগামীদিনে নায়িকা আলোর সাথে তার তুমুল ঝামেলা অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল। প্রসঙ্গত ইতিমধ্যেই এই অভিনেত্রীকে দেখা গিয়েছে বাংলার বেশ কিছু জনপ্রিয় সিরিয়ালে।

যার মধ্যে অন্যতম হল ‘মা তোমায় ছাড়া ঘুম আসে না’, ‘ঠিক যেন লাভ স্টোরি’,’আলো ছায়া’, ‘জীবন সাথী’ ইত্যাদি। প্রসঙ্গত একতা কাপুরের একটি জনপ্রিয় সিরিয়ালের এই বাংলা রিমেকে দুটি বিশেষ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা সুজন মুখার্জী এবং অভিনেত্রী মৈত্ৰী মিত্রকেও।














