• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বয়স বাড়লেও মনের রঙ ঝলমলে! ২য় বিবাহবার্ষিকী জমিয়ে উপভোগ করলেন ৭৭ এর দীপঙ্কর আর ৫০ এর দোলন

Published on:

দোলন রায়,দীপঙ্কর দে,বিবাহ বার্ষিকী,টলিউড,Dolon ray,dipankar dey,second anniversary,tollywood

ভালোবাসার কোনো বয়স হয়না! এই কথাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন দীপঙ্কর দে ( Dipankar dey) এবং দোলন রায় (Dolon ray) । ২০২০ সালের ১৮ জানুয়ারি আইনি মতে সাত পাকে বাঁধা পড়েন বর্তমানে ৭৭-এর বর দীপঙ্কর এবং -এর ৫০ বছর বয়সী কনে দোলন। দীর্ঘ ২৫ বছর লিভ ইন সম্পর্কে থাকার পর অবশেষে আইনি মতে বিয়েটা সেরেই ফেলেন এই জুটি। দুজনের মধ্যে বয়সের পার্থক্য বিস্তর, তবুও ভালোবাসায় কমতি নেই।

আজ থেকে ২৫ বছর আগে যখন লিভ ইন- শব্দটির সাথেই পরিচিত নয় বাংলার মানুষ তখন থেকেই একসাথে থাকছেন তারা। বয়সের বিস্তর ফারাক হওয়া সত্ত্বেও এক ছাদের তলায় বহুবছর কাটিয়ে সাত পাকেও ঘুরেছেন দোলন দীপঙ্কর। নিন্দুকের মুখে ছাই দিয়ে বুঝিয়ে দিয়েছেন ভালোবাসার কোনোও নির্দিষ্ট বয়স হয়না। বিয়েরও কোনোও নির্দিষ্ট বয়স হয়না।

dolon roy dipankar dey

এই নিত্য সম্পর্ক ভাঙার যুগে দীর্ঘ ২৭ বছর একে অপরের পাশে ভরসা, বিশ্বাস, ভালোবাসার মানুষ হয়ে থেকেছেন দোলন দীপঙ্কর। তাদের প্রেম হার মানাবে যেকোনোও অষ্টাদশীর যুবক যুবতীকেও। তাদের ভাষায়, ‘ঈশ্বরের সংবিধানে ২৭ বছর’, অথচ ভারতীয় আইনে তারা দু বছরের বিবাহিত জীবন যাপন করছেন।

দোলন রায়,দীপঙ্কর দে,বিবাহ বার্ষিকী,টলিউড,Dolon ray,dipankar dey,second anniversary,tollywood

দ্বিতীয় বিবাহ বার্ষিকীর বিশেষ দিনে নিজেদের আদুরে ছবি পোস্ট করে দোলন লিখেছেন, ‘সংবিধানে আজ আমাদের ২ বছর। ঈশ্বরের সংবিধানে আজ আমাদের ২৭ বছর। সবাইকে নিয়ে ভালো থাকতে চাই, শুভেচ্ছা দিন বা মন্দ বলুন আপনারা সবাই ভালো থাকবেন, এই কামনা করি আমরা ঈশ্বরের কাছে।’

দোলন রায়,দীপঙ্কর দে,বিবাহ বার্ষিকী,টলিউড,Dolon ray,dipankar dey,second anniversary,tollywood

প্রচলিত ধারণা অনুযায়ী বয়স হলেই হালকা রঙের পোশাকের দিকে ঝোঁকেন সবাই। কিন্তু সেই মিথ-কেও কার্যত ভেঙে দ্বিতীয় বিবাহ বার্ষিকীর দিনে নব দম্পতির মতোই হলুদ শাড়ি আর হালকা হয়নায় সেজেছিলেন দোলন, আর দীপঙ্করের পরনে একই রঙের টিশার্ট। দুই তারকাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নেটনাগরিকরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥