• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ঘুমন্ত কুকুরের পাশে রেখে দেওয়া হলো নকল বাঘ, আর তারপর যা হলো দেখুন ভাইরাল ভিডিও

Published on:

ইন্টারনেটে রোজকার ভিড়ে হাজারো ভিডিও ভাইরাল হচ্ছে। তার মধ্যে কিছু ভিডিও আপনাকে হাসতেও বাধ্য করবেই। এরকমই একটি ভিডিও এবার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে।

কেমন হবে যদি  হটাৎ একদিন ঘুম থেকে উঠে দেখেন সামনে বসে বাঘ মামা! চমকে তো যাবেনই সাথে ভয়ে কোনো মোতে উঠে দৌড়া পালাবেন নিশ্চই। ঠিক তাই হল এই ভিডিওটিতেও তবে এক্ষেত্রে মানুষ না ভয়  পেয়েছে একটি  কুকুর।

ভিডিওটিতে দেখা যাচ্ছে রাস্তার ধরে একটি কুকুর মহাসুখে দিবা নিদ্রা দিচ্ছিল। সেই সময়  কোনো এক ছেলে তাকে ভয় দেখানোর জন্য একটি বাঘের মত দেখতে সফট টয় রেখে দেয় ঘুমন্ত কুকুরটির সামনে। এরপর যখন কুকুরটির ঘুম ভাঙে তখন কুকুরটি খেলনার বাঘটিকে দেখে রীতিমত ভয় পেয়ে যায়। ভয় পেয়ে কুকুরটি একলাফে পিছিয়ে যায়  ও ঘেউ ঘেউ করতে থাকে খেলনার বাঘটির দিকে তাকিয়ে। এরই মধ্যে কুকুরটি সঙ্গীসাথীরাও হাজির হয়, তারাও বাঘ দেখে রীতিমত ভীতসন্ত্রস্ত হয় এ পরে ও একসাথে ঘেউ ঘেউ করতে থাকে।

 

 

ভিডিওটি যিনি করেছেন তিনি নিজেও এই কঙ্গো কারখানা দেখে না হেসে থাকতে পারেননি। ক্যামেরাম্যানের হাসিও ভিডিওটিতে শোনা যাচ্ছে। মজার এই ভিডিওটি সোশ্যাল মিডিয়া মাধ্যম ফেসবুকে শেয়ার করা হয়েছে। শেয়ার করা মাত্রই ভিডিওটি ভাইরাল হয়ে  গেছে। ইতিমধ্যেই লখ্যাধিক ব্যক্তিরা এই ভিডিওটি দেখেছেন, শেয়ার করেছেন  ভিডিওটি। ভিডিওটি দেখে বেশিভাগই হাসিতে ফেটে পড়েছেন, তবে কিছু ব্যক্তি এমন  বলেছেন যে কি দরকার ছিল এইভাবে নিরীহ কুকুরটিকে ভয় দেখানোর! কি লাভ পেল সে কুকুরটিকে এই  ভাবে বউ দেখিয়ে। অনেকে আবার রেগে গিয়ে বলেছেন কেমন হাত যদি যে ভিডিও বানিয়েছে তার সাথে এরকম হতো? হার্ট আট্যাক হয়ে যেত হয়তো তাঁর।

https://www.facebook.com/desilolvideo/videos/332166714539153

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥