• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মালিকনের সাথে তাল মিলিয়ে নাচছে পোষ্য কুকুর, ক্লাসিকাল নাচের যুগলবন্দী ভাইরাল নেটপাড়ায়

বাড়িতে পোষ্য (pet) ভালোবাসেন। কেই কুকুর তো কেউ বেড়াল থেকে শুরু করে টিয়া পাখি, কাকাতুয়া অনেকে অনেক ধরণের পোষ্যকে বাড়িতে রেখে থাকেন। আসলে মানুষের খুব ভালো বন্ধু হয়ে ওঠে এই পোষ্যেরা। তাছাড়া কথাতেই আছে মানুষের সবচাইতে ভালো বন্ধু হল কুকুর (dog)। কারণ আপদে বিপদে প্রভুর কোনো ক্ষতির সম্ভাবনা বুঝতে পারলে নিজের প্রাণকে বাজি লাগাতেও দুইবার ভাবে না কুকুরেরা।

এই সমস্ত কারণেই অনেক বাড়িতেই পোষ্য হিসাবে কুকুর দেখতে পাওয়া যায়। খেলার সঙ্গী থেকে শুরু করে সুরক্ষার দেবার লোক সবই হয়ে যেতে পারে এই পোষ্য কুকুর। মাঝে মধ্যে আবার তাদের কান্ড কারখানা হয় দেখবার মত। কখনো গোটা গায়ে কাদা মেখে বাড়ি ফেরে তো কখনো আবার বাড়ির সমস্ত কিছু তছনছ করে নির্ভিক একটা মুখ করে বসে থাকে। যেটা দেখলে প্রথমে মনে হবে কিছুই  করেনি সে!

   

ভাইরাল ভিডিও Viral Video of dog dancing on beats with girl

পোষ্যের  কাণ্ডকারখানার নানান ভিডিও অনেকেই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন। যা মাঝে মধ্যেই ভাইরাল ভিডিওতে (viral video) পরিণত হয়। লক্ষ লক্ষ মানুষ সেই ভিডিও দেখেন ও শেয়ার করেন। সম্প্রতি এমনই একটি ভিডিও বেশ ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। যেখানে প্রভুর সাথে নাচের তালে তাল মেলাতে দেখা যাচ্ছে পোষ্য কুকুরকে।

ভিডিওটিতে দেখা যাচ্ছে কোনো এক গ্রাম্য পরিবেশে একটি কিশোরী মেয়ে ক্লাসিকাল নাচের ভিডিও তৈরী করছে। আর তার ঠিক পিছনেই একটি গাছের খুঁটির সাথে বাঁধা রয়েছে ছোট্ট পোষ্য কুকুর। মেয়েটি নাচ শুরু করলে কুকুরটিও দু পায়ে উঠে দাঁড়িয়ে নাচের তালে তালে সামনের দুটি পা নেড়ে  নাচতে থাকে। প্রভুর সাথে পোষ্যের এমন নাচের ভিডিও খুব কওমি চোখে পড়ে।

ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হলে তা নিমেষের মধ্যেই ভাইরাল হয়ে পরে। অবশ্য হবেই নাই বা কেন! এই ধরণের ভিডিও তো আর রোজ রোজ দেখতে পাওয়া যায় না। ভিডিওটি ইতিমধ্যেই ৪ লক্ষাধিক মানুষ দেখে ফেলেছেন। তাদের মধ্যে থেকে হাজারো ব্যক্তি নিজেদের প্রতিক্রিয়া দিয়েইছেন ভিডিওটিতে।