• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মানুষের মত মই বেয়ে বাড়ির ছাদে উঠে এল কুকুর! ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Published on:

Dog Climbs Ladder Viral Video কুকুর মই দিয়ে চড়ল ভাইরাল ভিডিও

মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধ হল কুকুর (Dog)। এ কথা ছোট থেকেই শিখে এসেছেন অনেকেই। শুধু যে বিশ্বস্ত তাই নয়, মানুষের সঙ্গী হিসাবেও কুকুর দারুন এক প্রাণী। অনেকেই বাড়িতে পোষ্য হিসাবে কুকুর পুষে থাকেন। আর মালিকদের সাথে মজা করতে ও মালিকের সাথে খুনসুটি করতে বেশ মজা পায় এই কুকুর ছানারা। অনেকেই নিজেদের পোষ্য কুকুরের সাথে কাটানো নানান মজার ভিডিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে। আর সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে পড়া হাজারো ভাইরাল ভিডিওর (Viral Video) মধ্যে কুকুরের মজাদার এই ভিডিওগুলিও ভাইরাল হয়ে পরে।

কখনো বল ছুড়ে দিলে দৌড়ে বল নিয়ে এসে হাজির হচ্ছে। কখনো মালিকের কথা মত প্রশিক্ষণ নিচ্ছে কুকুর, তো কখনো নিজের খেয়ালেই বাড়ির সকলের সাথে খেলায় মেতে ওঠে। মাঝে মধ্যে আবার ঘরের জিনিসপত্র তোলপাড় করে নির্দোষের মত করুন দৃষ্টিতে তাকিয়ে থাকে। ছলছল চোখে এসে এমন সুন্দর হাসি নিয়ে সামনে দাঁড়ায় যে তখন চাইলেও রাগ করা যায় না।

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি কুকুরের ভিডিও ব্যাপক ভাইরাল হয়ে পড়েছে। ভিডিওতে এক ব্যক্তি তার পোষ্য কুকুরের কান্ড দেখে হতবাক হয়ে গিয়েছেন। কারণ ওই ব্যক্তি বাড়ির ছাদে উঠেছিলেন কোনো কাজের জন্য। তখনই বাড়ির পোষ্যরা যেমন প্রভুকে ফলো করে তেমনি তার কুকুরটি তার পিছু পিছু ছাদে হাজির হয়। এতো না হয় মানায় যায় নাকি! না আসলে পোষ্য কোনো সিঁড়ি বেয়ে ময় বরং মানুষের মত মই চড়ে বাড়ির ছাদে উঠেছে।

Dog Climbs Ladder Viral Video কুকুর মই দিয়ে চড়ল ভাইরাল ভিডিও

ওই ব্যক্তি প্রথমে তাকে দেখার পর বিশ্বাসই করতে পারেননি। তিনি প্রথমে একবার দেখে নেন মই ছাড়া আর কিছু আছে কিনা। তবে, কুকুরটি যে মই বেয়েই উঠেছে তা বোঝাই যাচ্ছিলো। আর বাড়ির ছাদে উঠে তার মুখে যে হাসিটা ছিল তা একেবারে অনবদ্য। ওই ব্যক্তি এই ঘটনার সিসিটিভি ফুটেজ সহ একটি ভিডিও শেয়ার করলে তা ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥