‘কুকুর হল মানুষের সবচাইতে বিশ্বস্ত বন্ধু’ এই কথাটা অনেকেই শুনে থাকবেন নিশ্চই। বাস্তবেও কিন্তু কথাটা একেবারেই সত্যি। তার কারণ পোষ্য হিসাবে একটু কুকুর সত্যি খুব ভালো। সারাদিন খেলা থেকে শুরু করে খুনসুটির মধ্যে দিয়ে যেমন দিন কাটে তেমনই মন খারাপের সঙ্গী সেই পোষ্য কুকুরই হয়। এছাড়াও প্রভুর বিপদে নিজের প্রাণের বাজি লাগাতেও দ্বিতীয়বার ভাবে না পোষ্যেরা। তাই গোটা পৃথিবীর অনেকেই পোষ্য হিসাবে কুকুরকে খুবই পছন্দ করেন।
বর্তমানে স্মার্টফোন আর ইন্টারনেটের যুগে প্রত্যেকেই তাদের জীবনের প্রিয় মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে রাখেন। ছবি হোক বা ভিডিও নানান মাধ্যমে নিজেদের খুশির মুহূর্তগুলোকে স্মরণীয় করে রাখতে সবারই ভালো লাগে। একইভাবে পোষ্যদের নানান কার্যকলাপ আর পাগলামি অনেকেই ভিডিও রেকর্ড করে রাখেন। মাঝে মধ্যেই এই সমস্ত ভিডিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে। আর সোশ্যাল মিডিয়াতে ভিডিও কখন ভাইরাল হয়ে পরে বলা মুশকিল।
সম্প্রতি এমনি এক ভিডিও ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। ভিডিওতে একটি কুকুরকে দেখা যাচ্ছে তার মালকিনের সাথে। মহিলা যোগাভ্যাসের জন্য ম্যাট বিছাতে শুরু করলে কুকুরটিও ম্যাট বিছিয়ে ফেলে। এরপর মহিলা যেমন করে ব্যায়াম করছে তেমনি করে কুকুরটিও ব্যায়াম করার চেষ্টা করতে থাকে। এমন একটি সুন্দর ভিডিও কি আর ভাইরাল নাহয়ে থাকতে পারে। সোশ্যাল মিডিয়াতে শেয়ার হবার পর বেশ ভাইরাল হয়ে পড়েছে ভিডিওটি।
View this post on Instagram
ইতিমধ্যেই ৩ কোটি ১০ লক্ষেরও বেশি মানুষ এই ভিডিওটি দেখেছেন। সাথে অসংখ্য মানুষ নিজেদের মন্তব্য জানিয়েছেন। কারোর মতে কিউট তো কারোর মতে খুবই বুদ্ধিমান এই কুকুরটি। তবে এটা ঠিক যে ভিডিওটি দেখার পর দিন ভালো হয়ে গিয়েছে অনেকেরই।