এই মুহূর্তে বাংলা টেলিভিশনে (Television) সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক (Serial) হল ‘মেয়েবেলা’ (Meyebela)। স্টার জলসার এই সিরিয়াল খুব কম সময়ের মধ্যেই দর্শকদের ড্রয়িং রুমের অংশ হয়ে উঠতে পেরেছে। মৌ (Mou), ডোডো (Dodo), বীথি, চাঁদনিরা (Chandni) আদায় করে নিয়েছে বিপুল ভালোবাসা। একঘেয়ে সাংসারিক কূটকচালি-পরকীয়ার ভিড়ে মেয়েদের জীবন সংগ্রাম নিয়ে শুরু হওয়া এই ধারাবাহিক মুগ্ধ করেছে প্রত্যেককে।
‘মেয়েবেলা’র নিয়মিত দর্শকরা জানেন, এই মুহূর্তে সিরিয়ালে নববর্ষ স্পেশ্যাল পর্ব চলছে। বর্ষবরণ উপলক্ষ্যে মিত্র বাড়িতে গান এবং আড্ডার আসর বসেছিল। প্রত্যেক বছরের মতো এই বছরও ডোডোদের বাড়িতে উপস্থিত হয়েছিলেন তাঁর ১২ বছরের প্রেমিকা চাঁদনি। সেদিনই দর্শকদের অবাক করে ডোডো বলে, সে মৌকে নয়, বরং এখনও চাঁদনিকেই ভালোবাসে। মৌয়ের সঙ্গে সুখে থাকার নাটক করছে সে!
ধারাবাহিকের বিগত পর্বগুলিতে দেখা গিয়েছিল, আস্তে আস্তে মৌয়ের ভালো-মন্দ নিয়ে ভাবতে শুরু করেছে ডোডো। শুধু এটুকুই নয়, স্ত্রীকে চোখে হারাতেও শুরু করেছিল সে। অপরদিকে মৌ’ও ধীরে ধীরে ডোডোর দিকে দুর্বল হয়ে পড়ছে। দর্শকরা ভাবছিলেন, এবার হয়তো চাঁদনিকে ভুলে মৌকে ভালোবাসতে শুরু করেছে ডোডো। কিন্তু মোটেই তেমনটা হল না।
‘মেয়েবেলা’র সাম্প্রতিক পর্বে দেখানো হয়েছে, ডোডোকে আলাদা করে ডেকে চাঁদনি বলে, তাঁকে বন্ধু হিসেবে পাশে পেতে চায় সে। ছোটবেলা থেকেই বন্ধু হিসেবে ডোডোকে পাশে পেয়েছে সে। সেই জন্য অন্য কোনও বন্ধুও বানায়নি। তবে এখন যে তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে তাতে তাঁর খুব কষ্ট হচ্ছে।
চাঁদনির মুখ থেকে একথা শুনে, ডোডো প্রথমে বলে এখন এসবের সঠিক সময় নয়। এরপর চাঁদনির বাড়ি যাওয়ার জন্য গাড়ি বুক করে সেখান থেকে চলে যায় ডোডো। এত অবধি দেখেও দর্শকরা ভাবছিলেন, মৌয়ের প্রতি আস্তে আস্তে আকৃষ্ট হচ্ছে বলেই হয়তো চাঁদনিকে একথা বলেছে ডোডো। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাঁদের সেই ভুল ভেঙে যায়।
চাঁদনিকে মুখে একথা বললেও, ডোডো আড়ালে গিয়ে বলে, আমরা কি শুধুই বন্ধু ছিলাম? আমি তো এখনও তোমাকেই ভালোবাসি চাঁদনি। সবার সামনে মুখে হাসি নিয়ে ভালো থাকার নাটক করি। কারণ আমি জানি, ভালোবাসার থেকেও কর্তব্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ডোডোর মুখ থেকে একথা শুনে স্বাভাবিকভাবেই দর্শকদের মন প্রচণ্ড ভেঙে গিয়েছে। এতদিন পরেও ডোডো মৌকে নয়, বরং চাঁদনিকেই ভালোবাসে দেখে কষ্ট পেয়েছেন বহু দর্শক।