• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বীথির মুখে ঝামা! রাতের অন্ধকারে কাছাকাছি মৌ-ডোডো, মিষ্টি রোম্যান্স দেখে দিলখুশ দর্শকদের

এই মুহূর্তে স্টার জলসার (Star Jalsha) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক (Serial) হল ‘মেয়েবেলা’ (Meyebela)। রূপা গাঙ্গুলী, অর্পণ ঘোষাল, স্বীকৃতি মজুমদার অভিনীত এই সিরিয়াল খুব কম সময়ের মধ্যেই মন জয় করে নিয়েছে দর্শকদের। বিপুল ভালোবাসা আদায় করে নিয়েছে মৌ (Mou), ডোডো (Dodo), বীথিরা (Bithi)। এবার এই ধারাবাহিকেই আসতে চলেছে রোম্যান্সে ভরপুর ট্র্যাক।

‘মেয়েবেলা’র নিয়মিত দর্শকরা জানেন, মৌ-ডোডোর ভালোবেসে বিয়ে হয়নি। বরং ১২ বছরের প্রেমিকা চাঁদনিকে বিয়ে করতে চাইতো ডোডো। কিন্তু ভাগ্যচক্রে মৌয়ের গলায় মালা দিতে হয় তাঁকে। তবে বাধ্য হয়ে বিয়ে করলেও মৌকে কিন্তু প্রথম দিন থেকেই প্রাপ্য সম্মান দিয়ে এসেছে সে। মা বীথি এই বিয়ের বিরোধিতা করলেও, সবসময় স্ত্রীয়ের পাশে থেকেছে ডোডো।

   

Meyebela, Mou and Dodo, Meyebela Mou and Dodo

ধারাবাহিকের সাম্প্রতিক কয়েকটি পর্ব দেখে যেমন বোঝা যাচ্ছে, আস্তে আস্তে কাছাকাছি আসছে মৌ-ডোডো। একসঙ্গে থাকতে থাকতেই কখনও যে তাঁরা একে অপরের প্রতি দুর্বল হয়ে পড়ছে তা নিজেরাও বুঝতে পারছে না। সিরিয়ালের আসন্ন পর্বে আবার দেখানো হবে, বীথির হাত থেকে মৌকে বাঁচানোর জন্য তাঁর খুব কাছাকাছি চলে আসবে ডোডো।

রবিবার ‘মেয়েবেলা’র পর্বে দেখানো হয়, ডোডোর কাজ থেকে বাড়ি ফিরতে দেরি হওয়ায় না খেয়ে অপেক্ষা করতে থাকে মৌ। শেষ পর্যন্ত বীথির জোড়াজুড়িতে ঘরে শুতে গেলেও সে বলে দেয় ডোডো বাড়ি ফিরলে সে উঠে খেতে দিয়ে দেবে। কিন্তু বীথির এই বিষয়টা পছন্দ হয় না। সেই জন্য ফের সে নতুন ষড়যন্ত্র করতে শুরু করে দেয়।

Meyebela, Meyebela Bithi, Bithi

এবার সোমবার স্টার জলসার তরফ থেকে ‘মেয়েবেলা’র আসন্ন পর্বের একটি প্রোমো ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ডোডো বাড়ি ফিরে এসেছে। এদিকে রাতের বেলায় মৌয়ের হাত থেকে কাঁচের গ্লাস পরে ভেঙে যায়। সেই আওয়াজে ঘুম ভেঙে যায় বীথির। ‘মৌ মৌ’ বলে ডাকতে থাকে সে।

মায়ের গলার আওয়াজ শুনেই মৌকে দরজায় কিছুটা ঠেসে দিয়ে ডোডো তাঁকে আগলে দাঁড়িয়ে পড়ে। অপরদিকে বীথিও আওয়াজ কোথা আসলো তা দেখার জন্য উঠে জানলার কাছ অবধি চলে আসে। বীথির হাত থেকে স্ত্রীকে বাঁচানোর জন্য ডোডো যেভাবে তাঁকে কাছে টেনে নেয় তা দেখেই মুগ্ধ হয়ে গিয়েছেন দর্শকরা। রাতের অন্ধকারে অল্প সময়ের জন্যেও মৌ-ডোডোর এই রোম্যান্স দেখেই দিলখুশ হয়ে গিয়েছে তাঁদের।