• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বড্ড অহংকার, নিজেই বলেছিলেন বয়কট করতে! তাপসী পান্নুর ‘Dobaaraa’ দেখতেই গেলেন না দর্শকরা

এমনিতেই বলিউডের (Bollywood) সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। এমন পরিস্থিতিতে দর্শকদের আবার ক্ষেপিয়ে দিয়েছেন তাপসী পান্নু (Taapsee Pannu) এবং অনুরাগ কাশ্যপ। বেশি ‘অহংকার’ দেখিয়ে দর্শকদের কাছে অনুরোধ করেছিলেন, তাঁদের ছবি ‘দোবারা’ (Dobaaraa) বয়কট করার জন্য। মুক্তির পর দেখলেন সত্যি সত্যিই সেই অনুরধ রেখেছেন দর্শকরা।

জাঁকজমক করে প্রচার শেষ গত ১৯ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তাপসী পান্নু, পাভেল গুলাটি অভিনীত ‘দোবারা’। আর মুক্তি পেতেই বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল ছবিটি। দর্শকরা সেই সিনেমা দেখতেই গেলেন না। প্রথমদিনই বাতিল হল প্রচুর শো।

   

Dobaaraa movie

বয়কটের এই সময়ে দর্শকরা তাপসীর কথা মতো তাঁর ছবি ‘দোবারা’ও কী তাহলে বয়কট করলেন? আপাতত এই একটি প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। অনুরাগ কাশ্যপ পরিচালিত এই ছবিতে তাপসীর অভিনয় প্রশংসিত হলেও, ছবিটি একেবারেই প্রত্যাশা মতো আয় করতে পারেনি। সারা দেশের সব প্রেক্ষাগৃহ মিলিয়ে প্রথমদিন মাত্র ২-৩ শতাংশ দর্শক তাপসীর ছবি দেখতে গিয়েছিলেন। সেই কারণে প্রথমদিনেই বহু শো বাতিল হয়ে যায়।

সুমিত কাদেলের মতো সিনেমা বাণিজ্য বিশেষজ্ঞের মতে, তাপসীর এই ছবি দর্শকদের আগ্রহ ধরে রাখতে সক্ষম হয়নি, তাই এই দশা। ছবির প্রথমদিনের আয় দেখে সুমিতের মত, ‘যা মনে হচ্ছে, মুক্তির দিক ২০-৩২ লাখ টাকা আয় হবে। ছবিটি সব মিলিয়ে ১.২৫ কোটি থেকে ১.৫০ কোটি টাকা ঘরে তুলবে’।

Dobaaraa movie

‘দোবারা’ মুক্তির আগে তাপসী কলকাতাতেও এসেছিলেন ছবির প্রচারের জন্য। সেই সময়ই অভিনেত্রী বলেন, বয়কটের এই বাজারে তিনি চান তাঁর ছবিও বয়কট করুক দর্শকরা। আমিরের ‘লাল সিং চাড্ডা’ এবং অক্ষয়ের ‘রক্ষা বন্ধন’এর সঙ্গে তিনিও থাকতে চান বলে জানিয়েছিলেন ‘পিঙ্ক’, ‘সাবাশ মিঠু’ খ্যাত অভিনেত্রী।

তাপসী বলেছিলেন, ‘প্লিজ আমাদের ছবিও বয়কট করুন। আমির এবং অক্ষয়ের সঙ্গে আমিও থাকতে চাই। নাহলে আমি সত্যিই খুব এক অনুভব করছি। আমিও চাই লেখা হোক, ‘হ্যাশট্যাগ বয়কট দোবারা’। তবে এই অনুরোধ যে দর্শকরা সত্যি সত্যিই রাখবেন তা হয়তো তাপসী নিজেও কল্পনা করতে পারেননি।

site