• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কাজের জায়গায় ফাজলামি নয়! সইফ, কপিলের গালে সপাটে চড় মেরে ছিলেন এই বলি পরিচালক

সইফ আলি খান এবং কপিল শর্মা (Kapil Sharma) বলিউডের অত্যন্ত পরিচিত নাম। নিজেদের কাজের মাধ্যমে কোটি কোটি দর্শকদের মনে স্থান করে নিয়েছেন তাঁরা। তবে আপনি কি জানেন, বলিউডের সেই নামী অভিনেতা সইফ (Saif Ali Khan) এবং জনপ্রিয় কমেডিয়ানকে প্রকাশ্যে কষিয়ে থাপ্পড় মেরেছিলেন এক পরিচালক। আজকের প্রতিবেদনে সেই ঘটনাই তুলে ধরা হল।

সইফকে চড় মারার ঘটনাটি ঘটেছিল অজয় দেবগণ এবং সইফ আলি খান অভিনীত ‘কাচ্চে ধাগে’ ছবির শ্যুটিংয়ের সময়। একটি ট্রেনের দৃশ্য পরিচালনা করেছিলেন সংশ্লিষ্ট পরিচালক। কিন্তু তিনি ‘অ্যাকশন’ বলা সত্ত্বেও সইফ কিছুতেই তাঁর সংলাপ বলছিলেন না।

   

Saif Ali Khan in Kacche Dhage

বারবার এক জিনিস দেখার পর সইফের কাছে কারণ জানতে চান পরিচালক। জবাব অভিনেতা বলেন, তিনি ট্রেনের দুলুনি উপভোগ করছিলেন। তাই সংলাপ বলেননি। এত গুরুত্বপূর্ণ দৃশ্য শ্যুট করার সময় সইফের এমন আচরণ মেনে নিতে পারেননি তিনি। রাগের বশে সকলের সামনে শর্মিলা পুত্রকে সপাটে চড় মারেন তিনি।

সইফকে চড় মারা সেই পরিচালক কে জানেন? তিনি আর কেউ নন, বরং ‘মেলা’ ছবিতে খলনায়ক গুজ্জর সিংয়ের চরিত্রে অভিনয় করা তিনু ভার্মা (Tinu Verma)। উল্লেখ্য, বলিউডের বেশ কিছু ছবিতে অভিনয়ের পাশাপাশি স্টান্ট ডিরেক্টর হিসেবেও কাজ করেছেন তিনি। পরিচালনার দায়িত্বে থাকার সময়ই সইফের সঙ্গে বচসা বেঁধেছিল তিনুর।

Tinu Verma

সইফকে শ্যুটিংয়ের সময় থাপ্পড় মারার ঘটনাই শুধু নয়, তিনু একবার দেশের জনপ্রিয় কমেডিয়ান কপিলকেও থাপ্পড় মেরেছিলেন। নিজের শোয়েই একবার কপিল বলেছিলেন, ‘গদরঃ এক প্রেম কথা’ সিনেমায় জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজ করতে গিয়েছিলেন তিনি। সেখানেই সকলের সামনে তাঁকে থাপ্পড় মেরে সেট থেকে বের করে দিয়েছিলেন তিনু।

Kapil Sharma sad

কপিল জানান, ২৫০০০ জুনিয়র আর্টিস্টের মধ্যে তিনিই একমাত্র নির্দেশ মেনে অভিনয় করতে পারছিলেন না। তিনু বলেন, তাঁর জন্য পরপর দু’টি শট নষ্ট হয়েছে। সেই কারণেই সকলের সামনে কপিলকে চড় মারেন তিনি। এরপর তাঁকে সেট থেকে বেরিয়ে যেতে বলেন বলিউডের এই নামী স্টান্ট ডিরেক্টর তিনু।