• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নোংরা পরিবারের ছেলে তুই! প্রকাশ্যে গোবিন্দাকে থাপ্পড় মেরে একেবারে ধুয়ে দিয়েছিলেন অমরীশ পুরী

Published on:

Do you know once Amrish Puri slapped Govinda

বলিউড (Bollywood) অভিনেতা গোবিন্দা (Govinda) এবং অমরীশ পুরী (Amrish Puri) একেবারেই ভিন্ন ধরণের দুই মানুষ। গোবিন্দা পর্দার নায়ক। সব সময় হাসিমুখেই দেখা যায় অভিনেতাকে। অপরদিকে অমরীশ হলেন বলিউডের ইতিহাসের অন্যতম সেরা ভিলেন। মানুষ হিসেবেও খানিক গম্ভীর ধরণেরই ছিলেন তিনি। সব সময় নিয়মের মধ্যে থাকতে ভালোবাসতেন তিনি।

শুধু এটুকুই নয়, অমরীশ এমন একজন মানুষ ছিলেন যিনি কাউকে ভয় পেতেন না। নিজের মনের কথা সব সময় প্রকাশ্যে বলতেন অমরীশ। তবে একবার বলিউডের এই দুই নামী ব্যক্তিত্বই চরম ঝামেলায় জড়িয়েছিলেন। শুধু এটুকুই নয়, বিষয়টি গড়িয়েছিল হাতাহাতি পর্যন্তও।

Govinda and Amrish Puri

বলিউডে এমন একটা সময় ছিল যখন ইন্ডাস্ট্রির শীর্ষ অভিনেতাদের লিস্টে ওপরের দিকেই থাকত গোবিন্দার নাম। একের পর এক সুপারহিট ছবিতে অভিনয় করার সৌজন্যে তাঁর পিছনে লেগে থাকত নামী পরিচালক-প্রযোজকদের লাইন। গোবিন্দাও সেই সময় একসঙ্গে বেশ কয়েকটি ছবি সই করে ফেলেছিলেন।

আর সেই কারণেই কাজের চাপ এতটা বেড়ে গিয়েছিল যে গোবিন্দা নিজের পরিবারকেও ঠিক করে সময় দিতে পারছিলেন না। ঘেঁটে গিয়েছিল অভিনেতার সম্পূর্ণ শিডিউল। আর সেই সময় একসঙ্গে একটি ছবিতে কাজ করছিলেন অমরীশ এবং গোবিন্দা। আর সেই ছবির সেটেই চরম বিবাদে জড়িয়ে যান দু’জনে।

Govinda and Amrish Puri

জানা যায়, গোবিন্দা-অমরীশ অভিনীত সংশ্লিষ্ট ছবিটির একটি দৃশ্যের শ্যুটিং হওয়ার কথা ছিল সকাল ৯টার সময়। অমরীশ সময় মতো সেটে পৌঁছে যান। কিন্তু গোবিন্দার কোনও সময়ের হিসেব ছিল না। সকাল ৯টার কল টাইম থাকলেও তিনি সেটে পৌঁছেছিলেন সন্ধ্যা ৬টার সময়। আর তাতেই বেজায় চটে যান বর্ষীয়ান অভিনেতা।

এরপর সেটের মধ্যেই গোবিন্দার সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন অমরীশ। ইন্ডাস্ট্রির কানাঘুষো, গোবিন্দাই নাকি বর্ষীয়ান অভিনেতার সঙ্গে প্রথমে অভব্যতা শুরু করেছিলেন। এমনকি তাঁকে মারতেও উদ্যত হয়েছিলেন। এরপরই আর সহ্য না করতে পেরে সপাটে গোবিন্দার গালে একটি থাপ্পড় মারেন অমরীশ। শুধু এটুকুই নয়, প্রকাশ্যেই অভিনেতাকে ‘খারাপ নালার পোকা’ বলেও সম্বোধন করেছিলেন। সম্পূর্ণ ঘটনাটির জেরে সেই সময় ইন্ডাস্ট্রিতে ভালো রকমের চাঞ্চল্যও ছড়িয়ে পড়েছিল।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥