• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কারোর ৪৫ লাখ, কারোর ৩২ লাখ! এই ১০ বলিউড তারকার মাসিক ইলেকট্রিক বিলের পরিমাণ শুনলে হুঁশ উড়বেই

Published on:

Do you know how much Bollywood stars pay for their electricity bills

বলিউড (Bollywood) তারকাদের জীবনে যে কোনও কিছুর অভাব নেই, তা আমাদের সকলেরই বেশ ভালো জানা আছে। দু’হাতে অর্থ উপার্জন করেন তাঁরা এবং রাজার হালে জীবন কাটান। তবে আপনারা কি জানেন, শাহরুখ খান, অমিতাভ বচ্চনরা প্রত্যেক মাসে কত টাকা ইলেকট্রিক বিল (Electricity bill) দেন? সেই অঙ্কটা জানলে হুঁশ উড়তে বাধ্য। আজকের প্রতিবেদনে বলিউডের জনপ্রিয় ১০ তারকার ইলেকট্রিক বিলের অঙ্কটা তুলে ধরা হল।

ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল (Katrina Kaif and Vicky Kaushal)- বলিউডের অন্যতম জনপ্রিয় জুটিগুলির মধ্যে একটি হল ক্যাটরিনা এবং ভিকির জুটি। বিয়ের পরেই তাঁরা মুম্বইয়ের একটি বিলাসবহুল ৪বিএইচকে অ্যাপার্টমেন্টে নিজেদের সংসার পাতেন। শোনা যায়, বি টাউনের এই তারকা জুটি প্রত্যেক মাসে ৮-১০ লাখ টাকা ইলেকট্রিক বিল দেন।

Katrina Kaif and Vicky Kaushal

আমির খান (Aamir Khan)- তালিকার দ্বিতীয় নামটি হল ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের। বলিউডের অন্যতম সেরা অভিনেতাদের মধ্যে একজন আমিরের ইলেকট্রিক বিলের পরিমাণ কত জানেন? জানা গিয়েছে আমির প্রত্যেক মাসে ৯-১১ লাখ টাকা বিদ্যুতের বিলের পিছনে খরচ করেন।

Aamir Khan

 

দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং (Deepika Padukone and Ranveer Singh)- বলিউডের অন্যতম সফল জুটির মধ্যে একটি হল রণবীর এবং দীপিকার জুটি। দু’জনেই এখন সাফল্যের শীর্ষে রয়েছেন। শোনা যায়, ‘দীপবীর’ প্রত্যেক মাসে ১৩-১৫ লাখ টাকা ইলেকট্রিক বিল দেন।

Ranveer Singh and Deepika Padukone

অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)- তালিকায় নাম রয়েছেন বলিউডের ‘শেহেনশান’ অমিতাভ বচ্চনেরও। অমিতাভ তাঁর পরিবারের সঙ্গে বিলাসবহুল ‘জলসা’য় থাকেন। জানা গিয়েছে, ‘বিগ বি’ প্রত্যেক আমসে ২২-২৫ লাখ টাকা বিদ্যুতের বিল দেন।

Amitabh Bachchan in KBC

সলমন খান (Salman Khan)- বলিউডের ‘ভাইজান’ এবং সুপারস্টার সলমন খানের নাম এই তালিকায় থাকবে না এমনটা কি হয়? ভাইজানও প্রত্যেক মাসে মোটা টাকা ইলেকট্রিক বিল দেন। জানা গিয়েছে, সলমন প্রতি মাসে ২৩-২৫ লাখ টাকা ইলেকট্রিক বিলের পিছনে খরচ করেন।

Salman Khan in Bigg Boss

করিনা কাপুর খান এবং সইফ আলি খান (Kareena Kapoor Khan and Saif Ali Khan)- বলিউডের সম্ভ্রান্ত কাপুর পরিবারের কন্যা করিনা এবং নবাব সইফের নামও লিস্টে রয়েছে। বি টাউনের এই তারকা জুটি মুম্বইয়ে একটি বিলাসবহুল বাংলোয় থাকেন। শোনা যায়, প্রতি মাসে ৩০-৩২ লাখ টাকা ইলেকট্রিক বিল দেন ‘সইফিনা’ জুটি।

Saif Ali Khan and Kareena Kapoor Khan

শাহরুখ খান (Shah Rukh Khan)- তালিকার সর্বশেষ নামটি হল বলিউডের ‘বাদশা’ শাহরুখ খানের। কারণ জানা গিয়েছে, বলিউড তারকাদের মধ্যে সবচেয়ে বেশি ইলেকট্রিক বিল শাহরুখই দেন।

Shah Rukh Khan

‘কিং খান’ স্ত্রী গৌরী এবং সন্তানদের নিয়ে বিলাসবহুল ‘মন্নত’এ থাকেন। শোনা যায়, প্রত্যেক মাসে ৪৩-৪৫ লাখ টাকা ইলেকট্রিক বিল দেন শাহরুখ।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥