• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শ্রীদেবী কিংবা যোগিতা নন, বলিউডের এই সুন্দরী অভিনেত্রী ছিলেন মিঠুনের প্রথম স্ত্রী! রইল ছবি

Updated on:

Do you know Helena Luke was reportedly the first wife of Mithun Chakraborty

ভারতীয় চলচ্চিত্র দুনিয়ার এক বড় তারকা হলেন বঙ্গ তনয় মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। একেবারে ফুটপাথ থেকে উঠে এসে বলিউড সুপারস্টার হয়েছেন ‘ডিস্কো ডান্সার’। তাঁর সংগ্রামের কাহিনী যে কোনও মানুষকে অনুপ্রেরণা জোগাতে বাধ্য। তবে মিঠুনের কেরিয়ারের মতোই তাঁর ব্যক্তিগত জীবনও বহুচর্চিত।

মিঠুন ছিলেন নিজের সময়কার অন্যতম সুদর্শন অভিনেতাদের মধ্যে একজন। তাঁকে দেখে মন গলেছে বহু  মেয়ের। সেই তালিকায় নাম রয়েছে বলিউডের বহু অভিনেত্রীরও। শ্রীদেবী (Sridevi) থেকে শুরু করে যোগিতা বালি (Yogeeta Bali)- মিঠুনের প্রেমে পাগল হওয়া অভিনেত্রীদের তালিকা কিন্তু নেহাত ছোট নয়।

Mithun Chakraborty

তবে শুধুমাত্র মিঠুনের প্রেমে হাবুডুবু নয়, বলিউডের বহু অভিনেত্রী ‘ডিস্কো ডান্সার’এর সঙ্গে সাত পাকও ঘুরেছেন। শোনা যায়, বলিপাড়ার ‘চাঁদনি’ তথা শ্রীদেবী গোপনে মিঠুনের গলায় মালা দিয়েছিলেন। তবে ততদিকে যোগিতার গলায় মালা দিয়ে দিয়েছিলেন অভিনেতা। সেই কারণে বেশিদিন টেকেনি শ্রীদেবী এবং তাঁর বিয়ে।

তবে আপনি জানেন, মিঠুনের প্রথম স্ত্রী কে? উত্তরটা যদি যোগিতা কিংবা শ্রীদেবী হয়, তাহলে তা একেবারেই ভুল। যোগিতা এবং চাঁদনিকে বিয়ে করার আগে হেলেনা লিউক (Helena Luke) নামের এক বলি অভিনেত্রীর গলায় মালা দিয়েছিলেন মিঠুন।

Mithun Chakraborty and Helena Luke

আশি-নব্বইয়ের দশকে বিনোদন দুনিয়ার এক পরিচিত নাম ছিলেন হেলেনা। তথাকথিত অভিনেত্রী নন, ইনি ছিলেন ফ্যাশন দুনিয়ার ডাক সাইটে সুন্দরী। সেই কারণে বলিউডেও ছিল তাঁর পরিচিতি। শোনা যায়, হঠাৎ করেই আলাপ হয়েছিল মিঠুন এবং হেলেনার। সেই সময় নাকি সদ্য সারিকার সঙ্গে প্রেম ভেঙেছে মিঠুনের। অপরদিকে জাভেদ খানের সম্পর্কে ইতি পড়েছে হেলেনার। পুরনো প্রেমের কষ্টই এক করেছিল দুই তারকাকে।

Helena Luke

প্রেম মাখো মাখো হওয়ার পর সাত পাক ঘোরেন মিঠুন এবং হেলেনা। শুরুর কয়েকদিন বেশ ভালোই কেটেছিল। কিন্তু এরপরই শুরু হয় অশান্তি। বলিপাড়ার অন্দরের গুঞ্জন, হেলেনার সঙ্গে বিবাহিত থাকাকালীনই যোগিতার সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়েছিলেন ‘ডিস্কো ডান্সার’। সেই কারণে বিচ্ছেদের পথে হাঁটেন হেলেনা।

Mithun Chakraborty and Yogeeta Bali

প্রথম স্ত্রী’য়ের সঙ্গে বিচ্ছেদের পর মিঠুন যোগিতার গলায় মালা দেন। সেই বিয়েও শ্রীদেবীর সঙ্গে সম্পর্কের কারণে ভাঙতে বসেছিল। কিন্তু শেষমেশ তা হয়নি। এখন তাঁর সঙ্গেই সুখে সংসার করছেন বড় পর্দার ফাটাকেষ্ট। অপরদিকে শোনা যায়, হেলেনা এখন নিউইয়র্কে থাকেন। সেখানেই বিমান সেবিকার কাজ করেন বলিউডের একসময়ের এই ডাকসাইটে সুন্দরী অভিনেত্রী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥