• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রথাগত সঙ্গীত শিক্ষা না থাকলেও সুরের জাদুতে জিতেছেন মন! KK’র জন্মদিনে আবেগপ্রবণ অনুরাগীরা

বলিউডের অন্যতম জনপ্রিয় গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে (KK) আজ আমাদের মধ্যে নেই। গত ৩১ মে প্রয়াত হয়েছেন তিনি। সেই ধাক্কা এখনও পুরোপুরিভাবে কাটিয়ে উঠতে পারেনি তাঁর পরিবার এবং অনুরাগীরা। এর মধ্যেই গায়কের ৫৪তম জন্মদিনে (KK Birthday) সেই কষ্টটা যেন আরও কয়েকগুণ বেড় গেল।

হিন্দি সিনে দুনিয়ার জনপ্রিয়তম মানুষদের মধ্যে একজন হলেও, ছিটেফোঁটা অহংকার ছিল না কেকের। আর ঠিক সেই কারণেই তিনি ছিলেন শ্রোতাদের প্রচণ্ড কাছের একজন মানুষ। সেই কারণেই মৃত্যুর পরেও তিনি আজও বেঁচে রয়েছেন কোটি কোটি শ্রোতার মনে।

   

SInger KK aka Krishnakumar Kunnath

বলিউডে দাপটের সঙ্গে ২৫টা বছর কাটানো কেকে কোনোদিন গানের প্রথাগত তালিম নেননি কিংবা নেওয়ার কথা ভাবেননি। যদিও একবার গায়কের বাবা তাঁকে গানের স্কুলে ভর্তি করে দিয়েছিলেন। ছেলের গানের শিক্ষা যাতে সম্পূর্ণ হয়, সেই কারণেই এই কাজ করেছিলেন তিনি। কিন্তু কয়েকদিন মাত্র গিয়েই সেখানে যাওয়া ছেড়ে দেন কেকে। বাবাও আর তাঁকে জোর করেননি। বুঝেছিলেন, তাঁর ছেলে প্যাশন থেকে গায় এবং সেই প্যাশনই একদিন তাঁকে বহু দূর নিয়ে যাবে।

সত্যিই তাই হয়েছিল। শুনে শুনে গান শেখা কেকে বলিউডের ইতিহাসের একাধিক সুপারহিট গান গেয়েছেন। প্রায় প্রত্যেক অভিনেতার অনুরাগীদের একটি সুন্দর গান উপহার দিয়েছেন তিনি। তবে শুধুমাত্র হিন্দি গানই নয়, বহু আঞ্চলিক ভাষাতেও গান গেয়েছেন কেকে।

KK

৫০০’টিরও বেশি হিন্দি গান গাওয়ার পাশাপাশি মারাঠি, বাংলা, তামিল, তেলেগু, কন্নড়, গুজরাটি, অসমিয়া, মালয়ালম-সহ বহু ভাষায় গান গেয়েছেন কেকে। সেই সঙ্গেই সারা দেশে ছড়িয়ে দিয়েছেন নিজের সুরেলা মোহময়ী কণ্ঠের জাদু।

কেকে’র প্রয়াণের পর এটি তাঁর প্রথম জন্মদিন। পরিবার থেকে শুরু করে অনুরাগী- প্রত্যেকে এই দিনে গায়কের না থাকাটা যেন আরও বেশ করে অনুভব করছেন। আজ প্রত্যেকে বুঝতে পারছেন কেকে’র গানের ‘হাম রহে ইয়া না রহে কাল, কাল ইয়াদ আয়েঙ্গে ইয়ে পল’- লাইনটি ঠিক কতটা সত্যি।