• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অভিনয়ে ভবিষ্যৎ নেই! একসময় জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করলেও পরে ভুল বুঝে ছিলেন রাজেশ খান্না

Published on:

Bollywood famous actor Rajesh Khann once use to beleive in astrology

বলিউডের (Bollywood) অন্যতম নামী অভিনেতাদের মধ্যে একজন ছিলেন রাজেশ খান্না (Rajesh Khanna)। অবশ্য তিনি কেবলমাত্র সুপারস্টার নন, তিনি ছিলেন সুপারস্টার। বলিউডের বহু সুপারহিট সিনেমায় কাজ করেছেন রাজেশ খান্না। নিজের কেরিয়ারে টানা ১৭টি সুপারহিট ছবি দর্শকদের উপহার দিয়েছিলেন তিনি। তবে আপনি জানেন, বলিউডের এই সুপারস্টারই একসময় জ্যোতিষশাস্ত্রে বিপুল বিশ্বাস করতেন?

ফিল্মি কেরিয়ারের শুরুতে জ্যোতিষশাস্ত্রের ওপর বিপুল আস্থা ছিল রাজেশের। কিন্তু এরপর ওনার জীবনে এমন একটি জিনিস ঘটেছিল, যে কারণে তাঁর জ্যোতিষশাস্ত্র (Astrology) থেকে সম্পূর্ণ আস্থা উঠে যায়। আজকের প্রতিবেদনে সুপারস্টারের জীবনের সেই অজানা কাহিনীই তুলে ধরা হল।

Rajesh Khanna

বলিউড সুপারস্টার রাজেশ খান্না যখন কলেজে পড়তেন, সেই সময় মুম্বইয়ের ভুলাভাই দেশাই মেমোরিয়াল ইনস্টিটিউটে নাটকের রিহার্সালের জন্য যেতেন। সেখানে অভিনেত্রী গীতা বালিরও অফিস ছিল। উনি রোজ রাজেশ খান্নার নাটক দেখতেন।

এরপর একদিন গীতা বালি রাজেশের কাছে সিনেমায় কাজ করার প্রস্তাব দেন। এমনকি অভিনেত্রী নিজের কাকাকেও বলেছিলেন যে এই ছেলে একদিন বলিউডে রাজত্ব করবেন। উল্লেখ্য, রাজেশ খান্না নিজে এই ঘটনা অন্নু কাপুরের শো ‘সুহানা সফর’এ বলেছিলেন।

Rajesh Khanna

এই পরিস্থিতিতে গীতা বালিকে ঠিক কী বলা উচিত, তা রাজেশ খান্না বুঝে উঠতে পারছিলেন না। শেষ পর্যন্ত সব কিছুর উত্তর পেতে অভিনেতা একজন জ্যোতিষীর কাছে যাওয়ার সিদ্ধান্ত নেন। জানিয়ে রাখি, ফিল্মি কেরিয়ার শুরু হওয়ার অনেক আগে থেকেই জ্যোতিষশাস্ত্রে বিপুল বিশ্বাস ছিল রাজেশ খান্নার। তবে উনি যখন জ্যোতিষীর কাছে গিয়ে সব কিছু খুলে বলেন, তখন নাকি সেই জ্যোতিষী তাঁকে লোহা এবং স্টিলের ব্যবসা করার পরামর্শ দিয়েছিলেন। সঙ্গে এও জানিয়েছিলেন, ফিল্মি দুনিয়ায় নাকি তাঁর কোনও ভবিষ্যৎ নেই।

Rajesh Khanna sad

জ্যোতিষী একথা বলার আগেই রাজেশ গীতা বালির প্রস্তাবে হ্যাঁ বলে দিয়েছিলেন। এরপর ফিল্মি দুনিয়ায় পা রাখেন রাজেশ খান্না। আর বাকিটা তো ইতিহাস। বলিউডে যে কত বছর রাজেশ খান্না রাজত্ব করেছেন তা গুনে শেষ করা যাবে না। আর কেরিয়ারে সাফল্য পাওয়ার সঙ্গে সঙ্গেই জ্যোতিষ শাস্ত্র থেকেও রাজেশ খান্নার বিশ্বাস একেবারে উঠে যায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥