Dhirubhai Ambani School Fees : বলিউডের বেশিরভাগ স্টারকিডই ধীরুভাই অম্বানি ইন্টারন্যাশানাল স্কুলে (Dhirubhai Ambani International School) পড়াশোনা করেন। ভারতের বুকে আন্তর্জাতিক মানের শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রচণ্ড জনপ্রিয় এই স্কুল। এই বিদ্যালয় পরিচালনার সম্পূর্ণ দায়িত্ব রয়েছে মুকেশ অম্বানির (Mukesh Ambani) স্ত্রী নীতা অম্বানির (Nita Ambani) কাঁধে। শাহরুখ খান থেকে শুরু করে সইফ আলি খান- বলিউডের প্রায় প্রত্যেক সুপারস্টারের সন্তানরা এই স্কুল থেকেই পড়াশোনা করেছেন।
কোন কোন স্টারকিড এখন নীতার স্কুলে পড়েন?
মুম্বইয়ের বুকে থাকা অন্যতম নামী শিক্ষাপ্রতিষ্ঠান হল ধীরুভাই অম্বানি ইন্টারন্যাশানাল স্কুল। শুধু অম্বানিদের স্কুল বলেই নয়, এখানে সত্যিই আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদান করা হয়। সেই জন্য বলিউডের (Bollywood) একাধিক তারকা নিজের সন্তানের জন্য এই স্কুল বেছে নিয়েছেন। এই মুহূর্তে এই স্কুলে আরাধ্যা বচ্চন, আব্রাম খান, হৃহান এবং হৃদান রোশন পড়াশোনা করেন।
কোন কোন বলিউড তারকা ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের পড়ুয়া?
ধীরুভাই অম্বানি ইন্টারন্যাশানাল স্কুলের একাধিক ছাত্রছাত্রী আজ বলিউডের নামী তারকা। শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর, চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডে এই স্কুলের ছাত্রী ছিলেন। এছাড়াও সারা আলি খান, সুহানা খানও এই স্কুল থেকে পড়াশোনা করেছেন। শুনলে অবাক হবেন, এই স্কুল থেকে পড়াশোনা করে অনেকেই বিদেশের নামী দামি প্রতিষ্ঠানে পড়াশোনা করার সুযোগ পেয়েছেন।
অম্বানিদের স্কুলে বেতন কত জানেন?
ভারতের বুকে আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদান করছে বলে ধীরুভাই অম্বানি ইন্টারন্যাশানাল স্কুলের বেতনও স্বাভাবিকভাবে খানিকটা বেশি। ইন্টারনেটে এই বিষয়ে সার্চ করলে একাধিক তথ্য পাওয়া যায়, যার মধ্যে অধিকাংশই ভুয়ো হয়। যে কারণে সেই তথ্য একেবারেই বিশ্বাসযোগ্য হয় না।
একটি নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ধীরুভাই অম্বানি ইন্টারন্যাশানাল স্কুলে সপ্তম শ্রেণি পর্যন্ত পড়াশোনার খরচ হল বার্ষিক ১ লাখ ৭০ হাজার টাকা। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির জন্য ৪-১২ লাখ টাকা দিতে হয়।