• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নামেই পারফেকশনিস্ট, এদিকে নায়িকাকে মারতে যান! আমিরের ‘কুকীর্তি’ ফাঁস করলেন টুইঙ্কল টুইঙ্কেল খান্না

Published on:

Do you know Aamir Khan almost slapped Twinkle Khanna in ‘Mela’ movie set

বলিউড সুপারস্টার আমির খান (Aamir Khan) তাঁর ভালো, ভদ্র ব্যবহারের জন্য দর্শক মহলে বেশ সুপরিচিত। তাঁর নিখুঁত চিত্রনাট্য বেছে নেওয়া, দুর্দান্ত ব্যবহারের জন্য অনুরাগীরা তাঁকে ‘মিস্টার পারফেকশনিস্ট’ নামে অভিহিত করে থাকেন। তবে জানেন, এই অভিনেতাই একবার সিনেমা সেটে সকলের সামনে তাঁর সহ অভিনেত্রীকে মারতে (Slapped) গিয়েছিলেন? একথা ফাঁস করেছিলেন আমিরের ‘মেলা’ ছবির নায়িকা টুইঙ্কল খান্না (Twinkle Khanna) নিজে।

অক্ষয় কুমারের ঘরণী এখন একজন নামী লেখিকা। একবার নিজের একটি বুক লঞ্চ অনুষ্ঠানে গিয়েই এই বিষয়ে কথা বলেছিলেন নায়িকা-লেখিকা। টুইঙ্কল বলেন, ‘একবার আমি নিজের কাজে ফোকাস করছিলাম না। তখন ও (আমির) আমায় জিজ্ঞেস করেছিল কী হয়েছে। আমি বলি, অক্ষয়ের কথা চিন্তা করছি। এটা শোনার পর ও প্রায় আমায় থাপ্পড় মেরে দিয়েছিল’।

Twinkle Khanna

টুইঙ্কল একথা বলার পর আমির সঙ্গে সঙ্গে বলেন, ‘আমি আমি এমন করেছিলাম? আমার এমন করা সত্যিই উচিত হয়নি’। ‘মিস্টার পারফেকশনিস্ট’ একথা বলার পর টুইঙ্কল ফের বলেন, ‘আমি যখন লেখা শুরু করি, আমি তখন ওঁকে আমার নিজের কলামের লিঙ্ক পাঠাতাম। ও সেগুলিকে দেখে বলত জঘন্য’।

অভিনেত্রীর সংযোজন, ‘ও বলত আমায় সত্যমেব জয়তের লিঙ্ক পাঠাও। একদিন আমি ওঁকে আমার একটি কলামের লিঙ্ক পাঠিয়ে বলেছিলাম, এটা খুব ভালো পারফর্ম করছে। ৭ নম্বরে ট্রেন্ড করছে। যা দেখার পর ও বলেছিল, ‘আমার শো ১ নম্বরে ট্রেন্ড করছে’। আমি বলেছিলাম তুমি একজন নামী ফিল্ম স্টার। তোমার শো প্রাইম টাইমে চলে। আমি একজন অভিনেত্রী যে কলাম লেখে। কিন্তু তাও ও আমার সঙ্গে প্রতিযোগিতা করছিল। ও সবার সঙ্গে প্রতিযোগিতা করে’।

Twinkle Khanna and Aamir Khan

অক্ষয় ঘরণী একথা বলার পর আমির নিজের ‘দোষ’ ঢাকা দিয়ে বলেন, তিনি টুইঙ্কলের লেখা দেখার পর সত্যিই নাকি তাঁকে নিয়ে বেশ চিন্তায় থাকতেন। অভিনেত্রী আদৌ ভালো লেখিকা হতে পারবেন কিনা, এই নিয়ে আমিরের সন্দেহ ছিল।

তবে ‘মেলা’ ছবির দিক থেকে বলা হলে, অনেকেই হয়তো জানেন না, টুইঙ্কল বলেছিলেন, এই ছবিটি ফ্লপ হলেই একমাত্র তিনি অক্ষয়কে বিয়ে করবেন। ভাগ্যক্রমে আমির-টুইঙ্কলের এই ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। এরপরই গাঁটছড়া বাঁধেন দু’জনে। কে জানে, হয়তো নায়িকার মন অক্ষয়ের কাছে ছিল বলেই ছবির প্রতি মনোনিবেশ করতে পারেননি। আর তা দেখেই একেবারে চটে লাল হয়ে গিয়েছিলেন আমির।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥